Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ঝড় হতে পারে


২৯ মার্চ ২০১৮ ০৯:২৭

।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর।।

চৈত্রের আজ ১৫তম দিন। যথারীতি কড়া রোদের তপ্ত দিন। তবে কম বেশি মেঘ আকাশে চলাচল করছে।

মেঘের ছায়ায় সূর্যালোক কিছুটা ঢাকা পড়লেও দিনটি আজ যথেষ্ট গরম থাকবে। আবহাওয়া দফতর সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করে রেখেছে।

সূর্যের অতিবেগুনী রশ্মির প্রতাপ আজ কিছু কম নয়। পৃথিবীতে এখন তার সাম্রাজ্য, সানস্ক্রিন রক্ষা দেবে। তবে রোদ ছাতাটি সঙ্গে রাখা জরুরি। কিন্তু যারা দিনভর বাইরে থাকার পরিকল্পনায় ঘর ছাড়ছেন তারা সঙ্গ শক্ত বৃষ্টি ছাতাটিই নিয়ে নিন।

কারণ বিকাল ৫টা নাগাদ বজ্রসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে । ঝড়ের পথ তো আমরা সেই কবে থেকেই আছি। কিন্তু শুধু পথ চেয়ে থাকলেই তো হবে না। তার জন্য প্রস্তুত থাকতে হবে।

ব্যাগে করে আজ ছাতা নিতে হবে, পানি নিতে হবে। সঙ্গে মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, হেড ফোন আর কিছু পলিথিন নিয়ে যাওয়া যেতে পারে। বৃষ্টি হলে পথে জ্যাম হবে, কোথাও কোথাও পানিও জমতে পারে। তখন যখন যেটা যেখানে কাজে আসে ব্যবহার করে ফেলা যেতে পারে।

নিরাপদে কাটুক আজকের দিনটি।

শুভ সকাল

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আবার একসঙ্গে দুই খান
২৮ নভেম্বর ২০২৪ ১৮:৩৪

আরো

সম্পর্কিত খবর