কালবৈশাখীর সম্ভাবনা আছে আজও
১ এপ্রিল ২০১৮ ০৯:১১
||মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর||
কালবৈশাখী মুখর দুটোদিন কাটানোর পর, আজ চৈত্রের ১৮ তারিখ, রবিবার। ছুটির দিনে ঝড়-বাদল এক জিনিস কাজের দিনে ঝড়-বাদলের ভোগান্তি অনেক বেশি। তাই সকাল সকালই জেনে রাখুন আজ বিকালেও হতে পারে ঝড়।
গত দুদিন ঝড় বৃষ্টির প্রভাবে আজকের দিনটা তুলনামূলক ঠাণ্ডা। সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে, সকালের দিকে বাতাসের আর্দ্রতা বেশি থাকবে ৯০ শতাংশের উপরে, বেলা বাড়লে ৪০ শতাংশের দিকে নেমে যাবে। আর যদি বৃষ্টি হয় রাতের দিকেও বেশিই থাকবে। য
আকাশে মেঘের কোনো ঠিক ঠিকানা নেই, এই খুব বেশি এই খুব কম। এভাবে কমা বাড়ার মধ্যেও সূর্যের অতিবেগুনী রশ্মির প্রতাপ ঠিকই থাকবে।
আজ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম কম তবে, সম্ভাবনা রয়েছে। তাই ছাতা নিয়ে বের হওয়াই ভালো।
দিনটি এমনিতে বেশ রৌদ্রোজ্জ্বল। সারাদিনে আর যাই হোক আলোর কোনো কমতি হবে না। গরম কাল এসে যাওয়ায় এমনিতে বিদ্যুতের উপর চাপ বেড়ে গেছে। চেষ্টা করুন যতটা সম্ভব দিনের আলো ব্যবহার করতে আর বিদ্যুৎ বাঁচাতে। এই বাঁচানো বিদ্যুতই রাতে আমাদের ঘরে আলো দিবে।
শুভ হোক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ