Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড় ঝড় ভাবনার একদিন


৬ এপ্রিল ২০১৮ ১১:০৭

||মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর||

গতকাল বিকাল থেকেই ঝড় কেমন মহড়া দিয়ে যাচ্ছে। বাতাসের বেগ সাধারণের চেয়ে বেশি, হঠাৎ হঠাৎ বাতাস এসে উঠিয়ে দিবে সব কিছু।

চৈত্রের ২৩ তারিখের মাস মান রেখে বেশ গরম। কাগজ-কলম বলছে সর্বোচ্চ তাপমাত্রা নাকি ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে এগুলো বলার কথা, বাতাসের আর্দ্রতা ৭০ শতাংশের বেশি। গরম চ্যাট চ্যাট করে অস্থির করে দিবে।

ঝড় হওয়ার সম্ভাবনা আজ ভোর থেকেই ছিল। বলা ছিল ভোরেই নাকি বৃষ্টি হবে, হয়নি। এখন এই ঝড়টা কখনও না কখনও হবেই, কখন হয় এটার বিষয়।

হিসাব-কিতাব বলছে আজকে ঝড় হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ। রাতে হতে পারে, দুপুরে নামাজের সময়ও হতে পারে। ঝড়ের কোনো বিশ্বাস আছে?

তাহলে শুক্রবার সকাল, ছুটির দিন সকাল ছাতা নিয়ে বের হয়ে যাওয়া তৈরি হয়ে নিন। চুল বাতাসে উড়াতে চাইলে উড়িয়ে দেওয়া যাক, যদি এলোমেলো হয়ে যাওয়ার ভয় থাকে বেঁধে নিন।

আজ ঝড় ঝড় ভাবনার হাওয়াময় দিন।

সারাবাংলা/এমএ/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর