৫০ শতাংশ সত্যি, ঝড় হবে
৭ এপ্রিল ২০১৮ ১০:১৪
।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর।।
ভোর হতেই আকাশের মুখ কালো, আজ নাকি ঝড় হবে। এই ঝড়ের পূর্বাভাষ নিয়ে দিন শুরু করার পর হঠাৎ কোথা থেকে এক গাদা রোদও উঠে বসে আছে।
ঝড় আসবে আসবে এ রব রয়েছে পরশু বিকাল থেকে। কিছুক্ষণ পর পরই ঝড়ো বাতাস মহড়া দিয়ে যাচ্ছে, এদিকে ঝড়ো বাতাসের ধাক্কায় কি না, কিউমুলোনিম্বাস মেঘ সব গেছে উড়ে, আকাশ এখন ঝকঝকে নীল!
তবে মেঘের খেয়াল আজ বুঝে চলতে হবে। যখন তখন চলে আসতে পারে, এমনিও বেলা ১২টা, রাত ১০ ও ১১টায় ঝড়ের শিডিউল দেখা যাচ্ছে, কিন্তু ঝড়ের খেয়াল বোঝা দায়, যে কোনো সময় চলে আসতে পারে।
আজকে চৈত্রের ২৪ তারিখ, পহেলা বৈশাখের আগে শেষ ছুটির দিন, ঝড় মাথায় নিয়ে আর বের হয়ে কাজ নেই। বাড়ি বসে পহেলা বৈশাখের প্রস্তুতি শেষ করে ফেলা যায়।
শুভ কাটুক দিনটি।
সারাবাংলা/এমএ/টিএম