Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘ গিয়েছে বনে, ঝড় যায়নি সনে


১১ এপ্রিল ২০১৮ ০৯:৪৮

।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর ।।

চৈত্রের ২৮ তারিখ। আকাশে বাতাসে বৈশাখের প্রস্তুতি, শুধু ঝড়গুলোই এবার ইঁচড়ে পেকে গিয়েছে। অকালেই কত বার এসে পরল!

আজ আকাশে মেঘ গত কদিনের তুলনায় বেশ কম। মেঘ যা আছে তা দিয়ে ছায়াও হবে না কিন্তু আবহাওয়ার বার্তা বলছে অন্য খবর, সন্ধ্যা নাগাত একটা ঝড় হয়ে যেতে পারে।

মেঘ কম থাকার আরও একটি অর্থ অবশ্য রয়েছে। মেঘ নেই মানে হলো সূর্যের অতিবেগুনী রশ্মির প্রভাব আজ অনেক অনেক বেশি থাকবে। রোদে কম বের হওয়াই তাই ভালো।

তাছাড়া আজকের তাপমাত্রাও অন্য দিনের চেয়ে বাড়তি, সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শরীরে অনুভূত হবে ৩৮ ডিগ্রির মতো।

বাতাসের আর্দ্রতা ৭০ শতাংশের উপরে আছে। মানে ঘাম হবে বেশ।

এমন দিনে টিপটপ থাকতে হলে, ছাতা, সানব্লক, পানির সঙ্গে একটা পাতলা কাপড়ের রুমাল বা প্রচুর টিস্যু পেপার সঙ্গে রাখতে হবে। ঘাম মুছে পরিচ্ছন্ন থাকা যাবে।

পোষাকে আজ সুতির ঢোলাঢালা কিছু পরে নিলেই ভালো। আর লম্বা চুল হলে সিঁথি কেটে বেঁধে নেওয়া যেতে পারে। এতে চুলের মধ্যে বাতাস চলাচল করবে আর মাথা ঘামবে না।

শুভ হোক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর