আজও আসবে ঝড়
১৬ এপ্রিল ২০১৮ ১০:১০
।। মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর ।।
একটা লোকজ বিশ্বাস আছে যে বছরের প্রথদিন যেমন যায়, বাকি দিনগুলো সেরকমই যায়। একদম ইংরেজি ভাষার, মর্নিং শোজ দ্য ডে’র মতো। তো আমাদের কাল বৈশাখীও এই পথে চলছে। যেহেতু বছরের প্রথমদিন ঝড়-বৃষ্টি হয়েছে, ঝড়-বৃষ্টি এবার রোজই আসতে হবে।
আজকের বিকেলের দিকটায় আসতে পারে ঝড়। আবহাওয়ার যারা পূর্বাভাস দেয় তারা বলছে- স্ট্রং আফটারনুন থান্ডারস্টর্ম…।
আজ বৈশাখের ৩য় দিন। দিনের গণনার সঙ্গে তাল রেখে তাপমাত্রা বাড়তে থাকবে। দিনের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস উঠে যাবে । এমনকি রাতেও থাকবে বেশ গরম।
আকাশে মেঘের অবস্থান সকালের দিকটায় বেশ কম, মাত্র ১৯ শতাংশ। তবে মেঘের রাজ্য থেকে খবর এসেছে আজ বিকাল নাগাদ আবার একটা কাল বৈশাখী আসবে। তাই যদি হয়, তবে আকাশ জুড়ে মেঘ আসতে আর কতক্ষণ লাগবে? আমরাতো দেখিই হঠাৎ করে মেঘেরা জমে যায় দিক-দিগন্ত জুড়ে।
আজ বাতাসের আর্দ্রতা দেখাচ্ছে ৭৪ শতাংশ। বৃষ্টি হলে এটাও বেড়ে যাবে, তখন খুব ঘাম হবে।
এখন যারা কাজে বের হচ্ছেন তারা অবশ্যই ছাতা সঙ্গে নিন, সানগ্লাসও লাগবে, ছোট ছোট দুই বোতল পানিও নিন। এরপর সানব্লক মেখে বের হয়ে যান দিনটিকে জয় করতে।
প্রস্তুতি থাকলে কালবৈশাখী দেখে মজা লোটার সুযোগও কিন্তু হয়ে যায়।
শুভ কাটুক দিনটি।
সারাবাংলা/এমএ/টিএম