ঝড় প্রবণ দিনে
১৮ এপ্রিল ২০১৮ ০৯:৪৮
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
বৈশাখের আজ ৫ তারিখ। বৈশাখ আসছে থেকে আজ পর্যন্ত ঝড়ের কোনো ব্যত্যয় নেই। হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে।
গতকাল দুপুরে এক পশলা বৃষ্টি সহ ঝড় হয়ে গেল, আবার রাতেও সে কি তর্জন গর্জন দিন ঝড় তার প্রতাপ জানাল। সবাই হয়তো ভাবতে পারে, ঝড়ই তো, ঝরে গেছে, তার কি আর শক্তি আছে?
এদিকে ঝড়ের ফ্যাক্টরিতে পূর্ণ উদ্যমে ঝড়ও মেঘের উৎপাদন হচ্ছে, একদল ঝড়ে গেলে আবার আরেক দল। যেমন আজকের চালানে আবার এক ঝাঁক ঝড়ও মেঘের আমাদের আকাশে আসার কথা।
আজকে ঝড় আসতে পারে যে কোনো সময়, একদম আকস্মিক। এই মুহূর্তে আকাশে রোদ আছে বলে অভয় পাওয়ার কিছু নেই, যে কোনো সময় ঝড় মেঘের বাদ্য বাজিয়ে, আকাশ কালো করে নেমে আসবে।
ঝড় আসবে তাই বলে মনের সুখে সানব্লক ছাড়া কেউ বের হবেন না যেন, ঝড় যখন থাকে না সে সময়টুকু সূর্য তার সবটা দিয়ে পৃথিবী তাতিয়ে তুলে। ইদানীং অতিবেগুনী রশ্মির ইনডেক্সের মান থাকছে ১১! এক লহমায়ই ত্বকের অনেক ক্ষতি করে দিবে।
ঝড় ঝড় দিনের একমাত্র ভালো দিক হচ্ছে তাপমাত্রা আজ অন্য সব দিনের তুলনায় অনেক কম থাকবে, সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। গরম কম থাকলেও ঘাম যে কম হবে এ কথা ভাই কেউ দিতে পারবে না। তাই ঘাম কম হয় সেই উপযোগী প্রস্তুতি নিয়েই থাকা ভালো।
ঝড় যখন আসবেই ঠিক করেছে তাহলে ঝড়কে ভয় না পেয়ে ঝড় যখন আসবে তখন বরং তার সঙ্গে তাল মিলিয়ে গেয়ে উঠতে পারেন,
ঝড়কে আমি করবো মিতে, ডরবো না তার ভ্রুকুটিতে,
দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি,
আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি,
তোমার খোলা হাওয়া, লাগিয়ে পালে… …
ঝড় বাদলের মধ্যে নিরাপদে কাটুক দিনটি।
সারাবাংলা/এমএ/টিএম