Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়ের বসতবাড়িতে আমরা অতিথি


২২ এপ্রিল ২০১৮ ১০:১২ | আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ১১:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

৯ বৈশাখ আজ,রোববার। আমরা ঠিকই সাপ্তাহিক ছুটি কাটিয়ে কর্মক্ষেত্রে ফিরছি শুধু ঝড়ের দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই। আজকেও ঝড় আসবে আসবে এবং আসবে।

সারাদিনের পূর্বাভাসে বলা হয়েছে গতকালকের মতো আজও ক্ষণে ক্ষণে ঝড় আসবে ,বৃষ্টি হবে। এই আকাশে খুব রোদ, ওমনি নেমে আসবে আঁধার। আকাশের ভাবগতিক বোঝা আজ বেশ দায় হয়ে যাবে!

এমন মেঘের দিনে রোদ উঠবে না এটা ভাবারও কারণ নেই। গ্রীষ্মের বৃষ্টি একটু বিরতি দিলেই সূর্য উঠে নিজ রাজ্যপাট দখলের চেষ্টা চালাবে, ফলে দিন জুড়েই ঘাম, গরম, বৃষ্টি ভেজা মিলেয়ে একটা ভালো ভোগান্তি যাবে।

আজকে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে প্যাচপ্যাচে আবহাওয়ার জন্য অনুভূত হবে ঢের বেশি।

বিজ্ঞাপন

বৃষ্টির কথা ভেবে পোশাক নির্বাচন করতে হবে আজ। তবে পোশাক নির্বাচনের চেয়ে বেশি জরুরী জুতা নির্বাচন করা। পায়ে দিতে অবে আরামদায়ক অথচ এমন জুতা যেটা কাদায় পিছলাবে না, কাদায় মাখামাখি হলে সহজে পরিষ্কার করা যাবে।

নিরাপদে কাটুক সারাটাদিন। কাজের ফাঁকে ফাঁকে আকাশের দিকে একটু তাকাতে পারেন। মেঘ রোদ্দুরের খেলা দেখতে মন্দ লাগবে না।

সারাবাংলা/এমএ/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর