।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
বৈশাখের ১৪তম দিন আজ। কালবৈশাখীরও ১৪তম দিন। গতকাল রাতেও যে ঝড়টা হয়ে গেলো বাবা!
আজ সকাল থেকে আকাশে মেঘ তেমন নেই। একটু আধটু ছায়া আসে আবার কড়কড়া রোদে জগত ঝলসে যায়। এমন দিনে গরম লাগবে তা কি আর বলার অপেক্ষা রাখে? গরম হবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর আর্দ্রতাও জব্বর হবে। ঘেমে নেয়ে একাকার অবস্থা হয়ে যাবে।
এতো গেল গরমের খবর। আবহাওয়ার পূর্বাভাসে। ঝড়ের পূর্বাভাসে আজ দু বেলা ঝড়ের কথা বলা হয়েছে। সঙ্গে বৃষ্টি হবে খুব। তাই দুপুর আর সন্ধ্যায় খুব সাবধান।
আনন্দ আজ উৎসবে কাটুক শুক্রবার দিনটি।
সারাবাংলা/এমএ/টিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook