বিশ্বকাপ ১৯৩০: স্বাধীনতার শতবর্ষে উরুগুয়ের বিশ্বকাপ জয়
২০ নভেম্বর ২০২২ ১৭:২৭
বিশ্বকাপ ১৯৩০ ফাইনালের পরিসংখ্যান
প্রথম বিশ্বকাপের আয়োজন উরুগুয়েতে হওয়ার গল্পটি চমকপ্রদ।
বিশ্বকাপ আয়োজন নিয়ে ফিফার সভায় আয়োজক দেশ খোঁজা হচ্ছিল।
সে সময়ে উরুগুয়ে জানায়, ১৯৩০ সাল তাদের স্বাধীনতার শততম বছর।
আর স্বাধীনতার শত বছর উদযাপনের জন্য প্রথম বিশ্বকাপের আয়োজক হতে চায় তারা। তাদের সে আবেদন মঞ্জুর হয়।
তবে এই বিশ্বকাপ গণবয়কট করেছিল ইউরোপের দেশগুলো।
মাত্র ১৩টি দল অংশ নিয়েছিল প্রথম বিশ্বকাপে।
স্বাগতিক হিসেবে প্রথম বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে উরুগুয়ে।
প্রথম বিশ্বকাপে ‘অল দক্ষিণ আমেরিকা’ ফাইনালে উরুগুয়ে ৪-২ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে।
এর মাত্র দুই বছর আগে ১৯২৮ সালে অলিম্পিক ফাইনালে আর্জেন্টিনাকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল উরুগুয়ে।
উরুগুয়ের অধিনায়ক হোসে নাসাজ্জি বিশ্বকাপের প্রথম আসরে গোল্ডেন বল জেতেন।
ছবি: ফিফা ও গোল ডট কম
সারাবাংলা/এসবিডিই/এএসজি
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ২০২২ স্বাধীনতার শতবর্ষে উরুগুয়ের বিশ্বকাপ জয়