Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৩৮: বিশ্বযুদ্ধের চোখ রাঙানি উপেক্ষা করে বিশ্বকাপ

ফিচার ডেস্ক
২০ নভেম্বর ২০২২ ১৮:৩৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২০:৫৬

বিশ্বকাপ ১৯৩৮ ফাইনালের পরিসংখ্যান

বিশ্বকাপ যার স্বপ্নের ফল, সেই জুলে রিমের দেশ ফ্রান্সে বিশ্বকাপের আয়োজন হলেও সে সময়ে বিশ্ব রাজনীতিতে চোখ রাঙাচ্ছিল প্রথম বিশ্বযুদ্ধ।

ফুটবলকে ঘিরেও রাজনীতি কম হচ্ছিল না।

ইউরোপে পরপর দুই আসর আয়োজন করায় ক্ষুব্ধ হয়ে অংশ নেয়নি লাতিন আমেরিকার দুই দেশ উরুগুয়ে ও আর্জেন্টিনা।

আর স্পেন তাদের দেশে চলমান গৃহযুদ্ধের কারণে বিশ্বকাপে অংশ নিতে পারেনি।

এদিকে আবার মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বকাপ খেলুড়ে দেশ অস্ট্রিয়াকে দখল করে নেয় জার্মানি।

এরপর জার্মানরা অস্ট্রিয়ান খেলোয়াড়দের জার্মানির হয়ে খেলার প্রস্তাব দেন।

অনেকেই সে প্রস্তাব লুফে নিলেও সে সময়ে বিশ্বের সেরা ফুটবলার মাতিয়েস সিন্ডেলার বিদেশি শাসকের হয়ে খেলবেন না বলে সাফ জানিয়ে দেন।

সিন্ডেলারের প্রত্যাখ্যানের ঘটনাটি বিশ্ব ফুটবলে দেশপ্রেমের এক প্রতীক হয়ে আছে।

বিশ্বযুদ্ধের চোখ রাঙানি উপেক্ষা করে অনুষ্ঠিত আটত্রিশের বিশ্বকাপেও শিরোপা জেতে আগেরবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

ফাইনালে ইউরোপের দেশ হাঙ্গেরিকে ৪-২ গোলে হারায় তারা।

টানটান উত্তেজনার ম্যাচে জোড়া গোল করেন জিনো কোলাউসি এবং সিলভিও পিওলা।

ব্যক্তিগত সর্বোচ্চ ৭ গোল করেন ব্রাজিলের লেওনিদাস দি সিলভা গোল্ডেন বল জেতেন।

ছবি: ফিফা ও গোল ডট কম

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ১৯৩৮: বিশ্বযুদ্ধের চোখ রাঙানি উপেক্ষা করে বিশ্বকাপ বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর