Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৫৮: ছন্দময় ফুটবলের বিশ্বজয়ের শুরু

ফিচার ডেস্ক
২০ নভেম্বর ২০২২ ২১:০৮ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২০:৫৫

বিশ্বকাপ ১৯৫৮ ফাইনালের পরিসংখ্যান

বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবারের শিরোপাজয়ী দেশ ব্রাজিল।

আর তাদের সুন্দর ফুটবলের বিশ্বজয়ের পালা শুরু হয়েছিল ১৯৫৮ সাল থেকে।

সেবার আয়োজক দেশ সুইডেনকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে ‘জোগো বনিতো’, সাম্বার দেশ ব্রাজিল।

সেই যে দর্শকদের প্রত্যাশার একটি রূপরেখা তৈরি হয়ে গিয়েছিল ব্রাজিলের কাছে; তাই আজও সেই বিশ্বকাপ, সেই পেলে-দিদি, গারিঞ্চা-ভাভার নান্দনিক ফুটবলের ব্রাজিলকে মনে রেখেছে সবাই।

সেই সুন্দর ফুটবলকে এগিয়ে নেওয়ার ব্যাটন অবচেতন মনেই বিশ্বের কোটি ভক্ত দিয়ে রেখেছেন ব্রাজিলের কাছে।

আটান্নতে বিশ্বকাপের ষষ্ঠ আসরেও মূলে পর্বে অংশ নিয়েছিল ১৬ দেশ।

বিজ্ঞাপন

সেমিতে পেলের হ্যাটট্রিকে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে ব্রাজিল।

অন্যদিকে জার্মানিকে হারিয়ে সেবার শিরোপার লড়াইয়ে উঠেছিল সুইডেন।

ফাইনালে ১৭ বছর বয়সী পেলের জোড়া গোলে ৫-২ ব্যবধানে শিরোপা জিতেছিল ব্রাজিল।

ফ্রান্সের ফরোয়ার্ড ফন্তেইন সেবার মাত্র ৬ ম্যাচে ১৩ গোল করে রেকর্ড করেছিলেন।

তবে গোল্ডেন বল জয় করেছিলেন ব্রাজিলের খেলোয়াড় দিদি।

ছবি: ফিফা ও গোল ডট কম

সারাবাংলা/এসবিডিই/এএসজি