Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৭৪: টোটাল ফুটবলের ব্যর্থতার আখ্যান

ফিচার ডেস্ক
২১ নভেম্বর ২০২২ ১৭:০৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২০:৫৩

বিশ্বকাপ ১৯৭৪ ফাইনালের পরিসংখ্যান

সত্তরের বিশ্বকাপে ব্রাজিলের কাছে জুলে রিমে কাপ চিরতরে যাওয়ার পর ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানিগার নকশায় ‘ফিফা কাপ’ নামে নতুন বিশ্বকাপ তৈরি হয়।

এ সময় আরও একটি সিদ্ধান্ত হয়, কোনো দেশ তিনবার বা তার বেশি চ্যাম্পিয়ন হলেও কাপটি চিরতরে নিতে পারবে না।

সেই থেকে আজ পর্যন্ত প্রতি চার বছর পর পর এই ফিফা কাপের জন্যই অনুষ্ঠিত হচ্ছে ফুটবল মহারণ।

বরাবরের মতোই ১৬ দল নিয়ে অনুষ্ঠিত ১৯৭৪-এর বিশ্বকাপের আয়োজক দেশ ছিল জার্মানি।

আর কোচ রেনাস মিশেলের নেদারল্যান্ডস ‘টোটাল ফুটবল’ নামে ফুটবলের নতুন এক কৌশলের পরিচয় করিয়ে সাড়া ফেলেন ফুটবলবিশ্বে।

পুরো দলকে একই সঙ্গে আক্রমণ ও রক্ষণ করার দূরূহ কাজটি অনুপম দক্ষতা আর নৈপুণ্যে করার কৌশলই ছিল টোটাল ফুটবল।

টোটাল ফুটবল রূপকথায় ফাইনালে পৌঁছে যায় ডাচরা।

কিন্তু ফাইনালে গিয়ে ডাচদের ‘টোটাল ফুটবল’ মুখোমুখি হয় জার্মান ‘মেশিনের’।

জার্মানির খেলোয়াড়দের অবিরাম যন্ত্রের মতো কাজ করে যাওয়ার দক্ষতার সঙ্গে আর পেরে ওঠেনি নেদারল্যান্ডস।

প্রথমার্ধের দ্বিতীয় মিনিটে ডাচরা এগিয়ে যাওয়ার পরও তারকা স্ট্রাইকার জার্ড মুলারের গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

জিতে নেয় নিজেদের দ্বিতীয় শিরোপা।

ছবি: ফিফা ও গোল ডট কম

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ১৯৭৪: টোটাল ফুটবলের ব্যর্থতার আখ্যান বিশ্বকাপ ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর