Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৯৪: নিষিদ্ধ ম্যারাডোনা আর ব্রাজিলের চতুর্থ শিরোপা

ফিচার ডেস্ক
২১ নভেম্বর ২০২২ ২১:১০

বিশ্বকাপ ১৯৯৪ ফাইনালের পরিসংখ্যান

প্রায় একক চেষ্টায় ছিয়াশির বিশ্বকাপ জয়ের পর নব্বইয়ে আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশার পুরোটা ঘিরে ছিল ফুটবলের জাদুকর দিয়েগো ম্যারাডোনা।

কিন্তু নব্বইয়ের ফাইনাল জেতাতে পারেননি তিনি। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন।

চুরানব্বইয়েও তাকে ঘিরেই আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা।

কিন্তু এবারে আরও বড় আঘাত দিলেন ফুটবল ঈশ্বর। ডোপিংয়ের অভিযোগে ছিটকে গেলেন যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে।

অপরদিকে আলোচনা-সমালোচনামূখর এ বিশ্বকাপে ইতালিকে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল।

অবসান হয় ভক্ত, সমর্থকদের ২৪ বছরের অপেক্ষার।

ষাট ও সত্তরের দশকে চার আসরের মধ্যে তিন শিরোপা জেতা ব্রাজিল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল সাম্রাজ্যের মুকুট পরেন রোমারিও-বাজ্জিও-বেবেতোরা।

অন্য অনেকবারের মতোই চুরানব্বইয়ের বিশ্বকাপেও নতুন-পুরোনোর সম্মিলনে টপ ফেভারেট ছিলো ব্রাজিল।

শেষমেষ অভিজ্ঞ ফরোয়ার্ড রোমারিওর কাঁধে চেপেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

৭ ম্যাচে ৫ গোল করেন রোমারিও।

অথচ এই ‘বুড়ো’ রোমারিওকেই দলে নিতে চাইছিলেন না কোচ পেরেরা।

শেষে দেশটির প্রেসিডেন্টের অনুরোধে রোমারিওকে দলে নিতে বাধ্য হন তিনি।

নব্বইয়ের ফাইনালের মতোই চুরানব্বইতেও টাইব্রেকারে শিরোপার ফল নির্ধারণ হয়েছিল।

আর সেই টাইব্রেকারে ৩-২ গোলে ইতালিকে হারায় ব্রাজিল।

সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতেন ব্রাজিলের রোমারিও।

ছবি: ফিফা ও গোল ডট কম

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ১৯৯৪: নিষিদ্ধ ম্যারাডোনা আর ব্রাজিলের চতুর্থ শিরোপা

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর