Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ১৯৯৮: জিদান জাদুতে ফ্রান্সের বিশ্বকাপ

ফিচার ডেস্ক
২২ নভেম্বর ২০২২ ১৭:০৯

বিশ্বকাপ ১৯৯৮ ফাইনালের পরিসংখ্যান—

জাদুকর জিদান!

আজও ফুটবল বোদ্ধাদের কাছে আটানব্বইয়ের বিশ্বকাপ মানেই…

জিদানের জাদু।

হবেই না কেন। আগের দুই আসরে…

যেখানে দলটি বাছাইপর্বই পার করতে পারেনি,

সেখানে স্বাগতিক হওয়ার সুবাদে…

টুনার্মেন্টে খেলতে এসে একেবারে বিশ্বকাপ জয়!

অবাক করা এই কীর্তি সম্ভব হয়েছিল…

ফ্রান্সের ফুটবল জাগরণের নায়ক জিনেদিন জিদানের পায়ের জাদুতেই।

১৯৩৮-এর পর শতাব্দীর শেষ ফিফা কাপের আসর বসেছিল…

বিশ্বকাপের স্বপ্নদ্রষ্টা জুলেরিমের দেশ ফ্রান্সে।

যাদের হাতে বিশ্বকাপ সৃষ্টি এতোদিন তারাই ছিল ট্রফিশূন্য।

অবশেষে ৬৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে…

আটানব্বইয়ে নিজেদের মাটিতেই অধরা শিরোপা ছুঁয়ে দেখে ফ্রান্স।

তাও বিশ্বের সবচেয়ে প্রতাপশালী ফুটবল দল ব্রাজিলকে হারিয়ে।

বিশ্বকাপ জিতিয়ে ফ্রান্সের নায়ক হয়ে ওঠেন…

জিনেদিন জিদান।

অথচ এই আসরেও নিজেদের পঞ্চম শিরোপার লক্ষ্য নিয়ে এসেছিল ব্রাজিল।

রিভালদো…

রোনালদো…

কাফু…

রবার্তো কার্লোস…

লিওনার্দো…

বেবেতো…

এদমুন্দো, ক্লদিও তাফারেল, দেনিলসনদের ‘তারার হাট’ নিয়ে বিশ্বসেরা ব্রাজিল টুর্নামেন্টের প্রায় সব ম্যাচেই উপহার দিয়েছিল ‘জোগো বনিতো’—সুন্দর ফুটবল।

কিন্তু ফাইনালে রোনালদোর রহস্যজনক অসুস্থতা ও…

৩-০ গোলে ফ্রান্সের কাছে স্রেফ উড়ে যাওয়ার ঘটনা…

আজও ভ্রুকুটি জাগায় ব্রাজিল সমর্থকদের।

আটানব্বইয় বিশ্বকাপের আসরে সর্বোচ্চ ৬ গোল করে গোল্ডেন বুট জেতেন…

ক্রোয়েশিয়ার ডেভর সুকর—

আর গোল্ডেন বল জিতে নেন ব্রাজিলের রোনালদো।

ছবি: ফিফা ও গোল ডট কম

বিজ্ঞাপন

 

বিশ্বকাপ নিয়ে আরও পড়ুন—

 

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ ছবিতে গল্প ফুটবল ফুটবল বিশ্বকাপ ২০২২ বিশ্বকাপ ১৯৯৮: জিদান জাদুতে ফ্রান্সের বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর