Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সর্বপ্রাচীন শব্দ


২১ এপ্রিল ২০২৩ ১৬:৩২

বিশ্বের অন্যতম সর্বপ্রাচীন শব্দ কোনটি?

কেউ কি বলতে পারেন? জানেন?

যেটা প্রায় সকল ইউরোপীয়, পশ্চিম এশিয় ভাষায় পাওয়া যায়?

বিশ্বে বহু দেশ, অঞ্চলের সাথে যে শব্দটি যুক্ত থাকতে দেখা যায় সে শব্দটি হলো স্তান!

উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান– এইসব দেশের উজবেক, তাজিক, তুর্কমেন, পাকিস্তানি, আফগান শব্দগুলোর সাথে “অন্ত-সংযুক্তি” (Suffix) “স্তান” (STAN) যুক্ত রয়েছ!

ফার্সিতে “স্তান” শব্দটির অর্থ place (বাংলায় স্থান), এক খন্ড জমি। এটা প্রটো-ইন্দো-ইউরোপীয় বিশেষ্য, ক্রিয়াপদ, যে শব্দটির মূল পাওয়া যায় ৬০০০ বছর আগে!

“Persian ـستان‎ (-estān), from Middle Persian -stʾn (-estān), from Old Persian (s-t-a-n /stāna/), from Proto-Iranian *stā́nam, from Proto-Indo-Iranian *sthā́nam, from Proto-Indo-European *steh₂- (“to stand”)”

উইকশোনারিকে ধন্যবাদ! তবে শব্দটি কিন্তু আসলে ফার্সিও নয়! হিন্দী ‘स्थान sthan’ মানেও স্থান, জায়গা! এটা আবার ইন্ডিক ভাষা। যেমন পাকিস্তান, প্রটো-ইন্দো-ইউরোপীয় এই শব্দটি আসলে জার্মানিক ভাষা থেকে এসেছে, ইংরেজীও এই জার্মানিক ভাষা থেকে এসেছে, সকল ইতালিয় ভাষা (ল্যাটিন ও এর থেকে গজিয়ে ওঠা অন্যান্য ভাষা (স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান, পর্তুগীজ), সকল স্তাভিক ভাষা আর সকল বাল্টিক ও হেলেনিক ভাষাতেও এই “স্তান” শব্দটির ব্যবহার পাওয়া যায়।

মূল প্রটো-ইন্দো-ইউরোপীয় ভাষায় স্তেহ (steh)-এর অর্থ দাঁড়ানো (to stand)। লক্ষ করুন: প্রটো-ইটালিক (staēō) ল্যাটিনে হলো ( stāre) অর্থ হলো ঐ দাঁড়ানো, থাকা, অবস্থান, বর্তমান।

আপনি যদি কাউকে স্প্যানিশ ভাষায় বলেন “¿como esta?” তা হলে তা বাংলায় হবে, কেমন আছো? (আছো কিন্তু থাকাকেই (অবস্থান) বোঝায়।

প্রটো-জার্মান stāną এর মানে দাঁড়ানো। আর অন্য সকল জার্মান ভিত্তিক ভাষায় এর অর্থ প্রায় একই।

বিজ্ঞাপন

প্রাচীন পাহাড়ী জার্মান উচ্চারণে: stān, stēn >

জার্মান: stehen

ইদ্দিস ভাষায়: שטיין‎ (shteyn);

প্রাচীন নরওয়েইজান উচ্চারণে হবে : *stá

সুইডিস, ডেনিশ, নরওয়েইজান উচ্চারণে: stå

প্রাচীন স্যাক্সন উচ্চারণে stān > ইংরেজীতে stand

অন্য দিকে গ্রীক ভাষায় বাসস্ট্যান্ড বা স্টেশনকে বলে σταθμός (stathmós)।

রুশ ভাষায় стан (stan) লিখলেও অর্থ হয় settlement বা semi-permanent camp

ওয়েলশ ভাষায় sawdl (heel) অর্থ গোড়ালী হলেও আসলে সেটা সেই দাঁড়ানো বোঝায়।

এর সাথে সম্পর্কিত শব্দ state, status, station, আর stadium শব্দগুলো কয়েক শতক ধরে মূল শব্দ সেই স্তান/ স্থান থেকেই এসেছে।

সব শেষে আমাদের দেশ কথাটি স্তান বা স্থান থেকে না এলেও অর্থ কিন্তু সেই একই, দেশ মানেই তো স্থান বা স্তান!

ভারত কিন্তু আদতে হিন্দুস্তান নামেই বেশি পরিচিত!

আর কে না জানে, হিন্দীর মূল হলো সংস্কৃত আর সেটা এরিয়ানদের ভাষা, আর কে না জানে তুর্কমেন, উজবেক, বা মূল তুর্কী ভাষা সব গুলোরই শিকড় এক জায়গাতেই!

সারাবাংলা/এসবিডিই

ইতিহাস-ঐতিহ্য ঈদুল ফিতর সংখ্যা ২০২৩ ফিচার বিশ্বের সর্বপ্রাচীন শব্দ সিদ্দিক মাহমুদূর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর