Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড় এসেছে ফিরে


৯ মে ২০১৮ ১০:৪৪ | আপডেট: ৯ মে ২০১৮ ১১:০৭

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

বৈশাখী একটি দিনকে অপচয় না করে ঝড় আজ আবার ফিরে এসেছে স্বমহিমায়। গতকাল একটু বল ছেড়ে খেলে আজ আবার ঝড়-বৃষ্টি ছক্কা মারতে প্রস্তুত।

একদিন ঝড় বৃষ্টি না হওয়ার সুযোগে আজ তাপমাত্রা বেড়ে হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর একটু মেঘ সরতেই রোদের সে কী তেজ!

তো বৃষ্টি বাবাজি ঠিক করেছেন আজ আবার ফিরে আসবেন। সঙ্গে কালবৈশাখীর দমকা হওয়া থাকবে। আবহাওয়া অফিস তো বলছে দেশের পূর্বদিকে শিলা বৃষ্টিও হতে পারে।

বৃষ্টির এমন পোয়াবারো দিনে আমাদের যে বারোটা বেজে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই না, বৃষ্টির আগে রোদটাও হবে সেইরকম। গরমে বৃষ্টিতে একদম নাজেহাল হতে হবে।

এমন বিদঘুটে পরিস্থিতিতে সবাই নিরাপদে থাকুন, এই কামনা রইলো।

সারাবাংলা/এমএ/টিএম

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর