সেই একই মেঘলা আকাশ
১১ মে ২০১৮ ১০:০৪
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
ঢাকা: বৈশাখ যাওয়ার আর মাত্র ২দিন বাকি, কাল বাদে পরশু থেকেই জৈষ্ঠ্য তবে প্রকৃতি দখল করে আছে বর্ষার আমেজ, সঙ্গে থোকা থোকা মেঘ আর বজ্র কড়কড়ে ঝড় বলে দিচ্ছে, কাল বৈশাখীর নামেও বৈশাখ আছে।
সকাল হতেই আজ আবার মুখ কালো করে বসে আছে আকাশ। গতকালের রাত নামিয়ে ঝড়ের পরে তাপমাত্রা কমে গেছে এক ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মেঘ অবশ্য গরমের অনুভূতি বাড়িয়েই রাখবে। তাই ৩৩ ডিগ্রি দেখে খুশি হওয়ার কিছু নেই। গরম অনুভূত হবে ৩৪ ডিগ্রির কাছাকাছি।
আজকের মেঘ শুধু দেখানোর না। এই মেঘ গর্জনের এবং বর্ষণেরও। বেলা বাড়তেই কালো আকাশ আরও কালো করে ঝড় আসবে।
ঝড়ের বজ্র আর বৃষ্টির পর কাদা থেকে নিরাপদে থাকুন। ভালো কাটুক আজ সারাটা দিন।
সারাবাংলা/এমএ/আইএ