ঝড়ের দিনে, ঝড়ের রাতে
১৪ মে ২০১৮ ০৯:৪৩
।।মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর।।
বৈশাখের ৩১ তারিখ। রোদে কড়কড়া করে জীবন ভাজার ফাঁকেই নেমে আসবে আঁধার রাত। আজকের দিনটিও যে ঝড়ের।
আজ বজ্রসহ ঝড় হবে দেশের প্রায় প্রত্যেক জেলায়। বলতে গেলে ঝড়-ঝাপ্টার মেঘ আজ দেশটাকেই ঢেকে দিবে। এভাবে ঝড় হলে তাপমাত্রা কমবে তাই তো স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়ে যাবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
কাল থেকে জৈষ্ঠ্য মাস। দেখা যায় মাস পড়লে ঝড় বৃষ্টি থেকে আমাদের প্রাণ রক্ষা পায় নাকি!
সারাবাংলা/এমএ/আইএ