Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়মুখী বৃহস্পতিবার


১৭ মে ২০১৮ ০৯:৪৩

।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

জ্যৈষ্ঠমাস এসেছে সেও তিন দিন। মোটামুটি প্রতিদিন সকালে সূর্য উঠে জানান দেয়, জ্যৈষ্ঠ্যমাস এসে গেছে। প্রচণ্ড গরম পড়বে। এরপরই আকাশে মেঘ ঢেকে যায়।

আজও এর ব্যাতিক্রম হবে না। বিশেষ করে আজকের দিনটা ঝড়ের খুব প্রতাপের দিন- আবহাওয়ার পূর্বাভাস এটাই বলছে।

দুপুরে, বিকেলে বা রাতে যে কোনো সময় ঝড় নেমে যাবে। আজকের তাপমাত্রা গতকালকের চেয়েও কম, সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৩ ডিগ্রি।

ভেজা স্যাঁতস্যাঁতে দিনগুলোতে যখনই রোদ উঠবে, ঘরের দরজা জানালা খুলে দিন, তবে ঘরের বাইরে যাওয়ার আগে অবশ্যই বন্ধ করে দিবেন। ঝড় এসে পড়লে আবার সব ভিজে যাবে।

ভালো কাটুক দিনটি।

সারাবাংলা/এমএ/আইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর