Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘে ঢাকা দিনে


১৮ মে ২০১৮ ১০:৪৭

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

সকাল সকাল সবার ঘুম ভেঙ্গেছে বৃষ্টির গুঞ্জনে। এই বুঝি বৃষ্টি এলো। প্রথমতো আজ শুক্রবার, তার উপরে আজই প্রথম রোজা। খুব কাজ না থাকলে এমন দিনে বিছানা ছাড়ার প্রশ্নই আসে না।

গতকাল ঝড় বৃষ্টি না হওয়ার সুবাদে সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে ৩১ ডিগ্রি হয়েছে। আজ প্রায় সারাদিন বৃষ্টি থাকবে, তাপমাত্রা আবার কমের দিকেই যাবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে এই বৃষ্টিই সব না। দুপুরের পর থেকে কাল সকাল পর্যন্ত মেঘের সারি বাংলাদেশের উপর দিয়ে চলাচল করবে। ঝড় হতে পারে যে কোনো সময়ই। এ সময়ের মধ্যে যদি আকাশ বা রোদ দেখা যায় সে আমাদের ভাগ্য।

মেঘ বাদলের দিনটি কাটুক নিরাপদে।

সারাবাংলা/এমএ/এমআইএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর