মেঘ থর থর, ঝড় ঝরো না
১৯ মে ২০১৮ ১০:৫৪
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যন্ট এডিটর ।।
আকাশে বেশ রৌদ্র মেঘের খেলা চলছে, এই এক গোল মেঘের পক্ষে তো আরেক গোল রোদের পক্ষে।
গতকালের কাঁদুনে বৃষ্টির সারাদিন কান্নার পরে আজকে যদিও একটা ঝড় আসার কথা ছিল, কিন্তু সেটা আর আজ আসেনি। আবহাওয়ার পূর্বাভাস বলছে আসেনি যখন আসবেও না। দিন ভর এই মেঘ বৃষ্টির কানামাছি খেলাই চলতে থাকবে।
বিকালের দিকে একটা ঝড় হওয়ার ক্ষীণ সম্ভাবনা দেখা যায় কিন্তু আকাশে মেঘ থাকলে সম্ভাবনাও কখন ফুলে ফেঁপে উঠবে না, তা কে জানে! যে কোনো সময় যা কিছুই হতে পারে।
আজকের তাপমাত্রা গতকালের মতোই সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫। যদি দড়ি টানাটানিতে মেঘ জিতে যায় তহে তাপমাত্রা এইই থাকবে অথবা কমেও যেতে পারে। আর যদি রোদ সবটা নিয়ে নিতে পারে তাহলে গরমটা একটু বাড়বে আর স্যাঁতস্যাঁতে পরিবেশটাও একটু কড়কড়া হবে।
ভালো কাটুক আমাদের সারাটা দিন।
সারাবাংলা/এমএ/টিএম