মেঘ রাণীর দিনে
২০ মে ২০১৮ ১০:১৮
একদম সেহেরি থেকে যারা জেগে আছে অথবা সকাল সকাল অফিস ধরার জন্য জেগে উঠেছেন তারা জানেন, আকাশ আজ মেঘ রাণীর দখলে। সেখানে সে দারুন করে রাজ্যপাট সাজিয়ে নিয়েছে।
এই সাম্রাজ্য অবশ্য সূর্য রাজের। নয়তো কী? জ্যৈষ্ঠমাস চলছে না? মেঘ রাণীর আতর্কিক এ হামলা সে কতদিন সহ্য করবে? সূর্য রাজ খুব চেষ্টায় আছে অবেলায় আসা এই সাম্রাজ্যবাদীর পতন ঘটাতে। যখনই একটু ফাঁক পাচ্ছে উঁকি দিয়ে যাচ্ছে।
আজ কিন্তু মেঘের সৈন্যদল খুব কঠোর। দিচ্ছেই না সুযোগ। একবারের জন্যেও যদি সূর্য উঠে ওমনি হারে রে রে বলে তেড়ে আসছে।
ভাবছেন এই বুঝি সব? না মোটেই না। কামান দাগার জন্য বজ্র বাহিনীও তৈরি। মেঘের দামামা বাজলেই জানবেন এখন বজ্রপাত হবে, বৃষ্টির বর্শাও নামবে আমাদের উপর!
এইসব বৃষ্টির মধ্যে তাপমাত্রাটাও তো কমে গেছে, সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ পর পর বাতাস এসে হাড়ে হিম ধরিয়ে দেয়। কতদিন যে আরও এ জ্বালা সহ্য করতে হবে কে জানে!
সে যাইহোক। রমজান মাসের আজ প্রথম কার্যদিবস। সাবধানে কাটুক। আমরা যেন সংযমী হই। নিজের আরামের জন্য অন্যকে কষ্ট না দেই।
সারাবাংলা/এমএ/টিএম