নিরঙ্কুশ মেঘের দিনে
২১ মে ২০১৮ ১০:৫১
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
মন খারাপের দিস্তা নিয়ে মেঘ আজ সারাদিন ধরে আকাশ দখল করে বসে আছে। আজকে সারাদিন আকাশে আজ মেঘ থাকবে আর এমন মন খারাপ করা কালো মেঘ থাকবে।
আজকে আকাশে মেঘের পরিমাণ ৯৮ বা ৯৯ শতাংশ। আর প্রায় সারাদিনই আকাশ থেকে পানি ঝরতেই থাকবে। ধীর গতিতে, দ্রুত গতিতে, মাঝারি গতিতে। মোট কথা যে গতি থাকুক ঝরা অব্যাহত থাকবে।
এত বৃষ্টি বাদলের মধ্যে আজ সারাদিন সূর্যের দেখা পেতা চাওয়া মানে হচ্ছে চাঁদ হাতে পাওয়া। সূর্যের দেখা আজ পাওয়া তো যাবেই না, উল্টো যদি বেশি কালো মেঘ আসে তবে সূর্য ঢেকে যাবে পুরোপুরি।
ঝড় বাদলের তোপে যদি সূর্যই না উঠতে পারে তাপমাত্রাই বা কিভাবে বাড়বে বলুন দেখি? তো তাপমাত্রা সেই সর্বোচ্চ ৩১ ডিগ্রি আর সর্বনিম্ন ২৫ ডিগ্রিতেই আটকে থাকবে।
গতকাল থেকে হওয়া বৃষ্টিতে পথ ঘাট সব ভেসে গেছে। ঢাকা একটা ছোটখাটো নদী বলা চলে। সেই নদীও খুব দূষিত। এর মধ্যে চলাচল হোক নিরাপদ।
সারাবাংলা/এমএ