নেটফ্লিক্সের প্রযোজনা ব্যবসায় ওবামা দম্পতি
২২ মে ২০১৮ ১৫:৩৭
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
পৃথিবী থেকে নাকি টেলিভিশন আর চ্যানেল উঠেই যাচ্ছে। দুনিয়া দ্রুতই দখল করে নিচ্ছে ইন্টারনেট ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার প্রতিষ্ঠানগুলো। নিজের সুবিধা মতো সময়ে ইচ্ছে মাফিক অনুষ্ঠান দেখার স্বাধীনতার জন্য এসব অ্যাপ নির্ভর সম্প্রচার মাধ্যমগুলোর ভীষণ জনপ্রিয়তা।
তবে এগুলো সব পুরাতন তথ্য। নতুন তথ্য হচ্ছে অ্যাপভিত্তিক আমেরিকান বিনোদন প্রতিষ্ঠান নেটফ্লিক্সে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা।
রাজনীতিতে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই দম্পতি হঠাৎ বিনোদন জগতে কেন আসলেন? ওয়াশিংটন পোস্ট বলছে, বিষয়টা শুধু বিনোদন পাতার না বরং
বাণিজ্য পাতার।
মার্চ থেকেই বাজারে জোর গুজব ছিল, নেটফ্লিক্সের সঙ্গে ব্যবসা করতে যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট দম্পতি। অবশেষে সোমবার (২১ মে) নেটফ্লিক্স ওবামাদের সঙ্গে চুক্তির কথা প্রকাশ করে সগৌরবে। তারা আরও জানায় ওবামাদের প্রযোজনায় নেটফ্লিক্সের জন্য কয়েক বছর ব্যাপী সিনেমা ও ধারাবাহিক তৈরি করবে। এর মধ্যে ফিকশন, নন ফিকশন দুই ধরণের ধারাবাহিকই থাকবে।
নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া বাধার বিষয়ে বারাক ওবামা বলেন, কাজ করতে গিয়ে আমরা এমন অনেক ঘটনা এবং মানুষের সঙ্গে পরিচিত হয়েছি। আমরা চাই অন্যরাও তাদের সম্পর্কে জানুক। এ কারণেই আমরা নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি করেছি। যেন, আমরা প্রতিভাধর, অনুপ্রেরণামূলক, সৃজনশীল আওয়াজগুলি সামনে আনতে পারি।
আমরা আশা করি এভাবে মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হবে, পারস্পরিক সমঝোতা বৃদ্ধি পাবে এবং বিশ্বের সঙ্গে তাদের গল্পগুলি ভাগ করে নিতে পারবে।
নেটফ্লিক্সের সঙ্গে কাজ করার জন্য ওবামা দম্পতি একটি প্রযোজনা সংস্থাও শুরু করেছে, নাম হায়ার গ্রাউন্ড প্রোডাকশন। এ সংস্থা অন্যদের জন্য ধারাবাহিক ও চলচ্চিত্র তৈরি করবে। তবে ওবামা দম্পতি শুধু সেখানে অর্থ লগ্নিই করবে। বাদবাকি অফিস চালানোর মতো দক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ধারণা করা হচ্ছে প্রতিদিনের কাজ সুচারুভাবে করার জন্য এই ব্যবসায় দক্ষ কোনো কর্মীকেই নেয়া হবে।
হলিউডের প্রতিনিধিত্বকারী একটি প্রযোজক সংস্থার নির্বাহী বলেন, এর চেয়ে ভালো কোনো কাজ হতেই পারে না। অনেকেই আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য বসে আছেন আর জবাব পাওয়াই তো যে কোনো কাজের প্রত্যাশা থাকে।
ওবামা দম্পতি কাজ করতে পারেন এমন কিছু ধারাবাহিক ও সিনেমার বিষয়ে নেটফিক্স বিস্তারিত আলোচনা করছে। যেমন সাবেক প্রেসিডেন্টের বিভিন্ন বক্তৃতা। নেটফ্লিক্স মনে করছে এভাবে এ দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো রাজত্ব বিস্তার করতে পারবে।
নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার টেড সারানডোজ বলেন, বারাক ও মিশেল ওবামা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত দম্পতিগুলোর মধ্যে একটি। তারা কিছু অনন্য গল্প আনতে চান যা সমাজে একটি শুভ পরিবর্তন আনবে। এমরা খুবই গর্বিত যে তারা তাদের গল্প বলার অসাধারণ ক্ষমতাকে ব্যবহারের জন্য নেটফ্লিক্সকে বেছে নিয়েছে।
এই চুক্তিটি ওবামা ফাউন্ডেশনের একটি বড় প্ল্যাটফর্ম দিচ্ছে, যার ফলে সারা বিশ্বের প্রায় ১২৫ মিলিয়নের নেটফ্লিক্স গ্রাহকদের সামাজিক দায়িত্ব পাল্টাতে পারে। নেটফ্লিক্স উদ্যোগগুলোর মধ্যে অনেকগুলিতে তরুণদের সম্পৃক্ততা লক্ষ্য করা যায়, যেমন “স্ট্রেঞ্জার থিংকস” এবং “থার্টিন রিজনস হোয়াই” মত শো গুলো তরুণদের মধ্যে পরিবর্তনের ডাক দেয়।
সারাবাংলা/এমএ