ঝড় ফিরে আসার দিন
২৮ মে ২০১৮ ১০:১৬
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট।।
জ্যৈষ্ঠের ১৪ তারিখ, সূর্য একদম আগুনের পিণ্ড হয়ে আছে। পরিবেশের তাপমাত্রাও গত কয়েকদিনের চেয়ে বেশ বেশি। সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে খবর হচ্ছে একটি ঝড় আমাদের আকাশের পথে আছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা ছিল সকালের দিকে একটা ঝড় হতে পারে। ঝড়ো মেঘ একটু উঁকিঝুঁকিও দিচ্ছে। তবে সে কখন আসবে কেউ জানে না।
ঝড় যদি আসে তবে তো ভালো, কারণ ভীষণ গরমে জান পানি পানি হয়ে যাচ্ছে। একটু ঝড় হলে মন্দ হয় না। তবে সেই কালবৈশাখীর মেগা সিরিজের সিজন টু আর না ফিরে আসলেই ভালো। এত ঝড়ও ভালো কথা না।
ঝড় যদি আজ নাও আসে বাতাসের বেগ বেশ থাকছে, ফলে গায়ে গরম লাগবে অনেক। এদিকে সূর্যের অতিবেগুনী রশ্মি ইনডেক্সে ১২ উঠে যাবে তখন গরমের সঙ্গে ত্বকেরও ক্ষতি হবে।
গরম আর ঝড়ের সম্ভাবনার এই দিনটিতে ছাতা হোক অনুচর। শুভ যাক দিনটি।
সারাবাংলা/এমএ