Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরম গরম দিন


২৯ মে ২০১৮ ০৮:৫৫

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

১৫ তারিখে এসে জ্যৈষ্ঠ একদম দারুণ করে নিজের রূপ মেলে বসেছে। টানা চারদিন ঝড় বৃষ্টি নেই সুযোগে গরম বেশ গায়ে লাগছে।

আজ অবশ্য আকাশে বেশ মেঘ। ৯০ শতাংশের বেশি আকাশ দখল করে নিয়েছে তারা। বলা হচ্ছে সকাল নাগাত একটা ঝড়ও নাকি হবে। সকালে বেশ ঝড়ো বাতাস টহল দিয়ে যাচ্ছে। ঝড় না হলেও এই বাতাস প্রাণে বেশ শান্তি দিচ্ছে।

সকালে না হলেও সারাদিনে একবার ঝড় হতেই পারে। তবে এ শুধু ঝড়ই, বৃষ্টি না। সারাদিনে মোটে ১ মিলি মিটার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এত কম বৃষ্টিতে আর যাই হোক গরম কমছে না।

আজ সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে গায়ে অনুভূত হবে ৪০ ডিগ্রির মতো, তার উপরে আকাশে মেঘের জন্য ঘাম হবে প্রচুর। এরকম একটা দিনে রোজাদারদের বেশ কষ্টই হয়ে যাবে।

আজ ঘর থেকে বের হওয়ার সময় ছাতাটা নিয়ে বের হবেন। রোদ বৃষ্টি দুটি থেকেই নিরাপদ থাকা যাবে। ওদিকে রোদের যেই প্রতাপের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, গায়ে খুব করে সান ব্লক না মেখে বের হলে একদম পোড়া ত্বক নিয়ে ঘরে ফিরতে হবে।

রোদ, ঝড়ে দিনটি কাটুক নিরাপদে।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর