Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উষ্ণ-শুষ্ক দিনে


৩০ মে ২০১৮ ১০:৩৮ | আপডেট: ৩০ মে ২০১৮ ১০:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতের সকালে কুয়াশায় প্রায় আচ্ছন্ন নগরীতে সূর্যের উঁকি। রাজধানীর রামপুরা থেকে ছবি তুলেছেন হাবিবুর রহমান

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

জ্যৈষ্ঠ মাসের শেষ অর্ধে এসে গরমটা একদম জব্বর পড়েছে। সকালে উঠলেই দেখা যায় সূর্য একদম সব কিছু আলোতে উদ্ভাসিত করে রেখেছে। ঝড় বৃষ্টি একটু ব্যাক-ফুটে গিয়েছে এই সুযোগে সূর্য সব আর্দ্রতা শুষে একদম মরুভূমি করে ফেলছে।

আজ জ্যৈষ্ঠের ১৬ তারিখ। গরম যদিও গত কয়েকদিন ধরেই সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস আছে, তবে আর্দ্রতা কমে গেছে উল্লেখযোগ্য হারে। আজকে বাতাসের আর্দ্রতা ৫০ থেকে ৬০ শতাংশের আশপাশে ঘোরাফেরা করবে। এদিকে আকাশে একদম মেঘ নেই ৩০ শতাংশ থেকে ৫৫ শতাংশের মতো মেঘ আকাশে থাকতে পারে।

আকাশে মেঘ নেই মানে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম আছে। আর্দ্রতাও তেমন বাড়বে না। তাই আজকে দিনটা খুব রুক্ষ লাগবে ত্বক টানটান করবে। চুলেও এলোমেলো হবে বেশি। এদিকে আকাশ থেকে কোনো ছায়া না থাকায় সূর্যের তাপটা শরীরে খুব কটকটে অনুভূতি দিবে।

বিজ্ঞাপন

আগামী কাল একটা ঝড়ের সম্ভাবনা আছে। এই ঝড় যদি আসে তো ভালো যদি না আসে তবে ঝড়ো বাতাস আছে। এতেই দিন চলে যাবে।

শুভ কাটুক পুরোটা দিন।

 

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর