Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্স জয়ে এগিয়ে বাংলাদেশের ‘স্বাধীন-৭১’


৩১ মে ২০১৮ ১৬:০৭

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

স্বাধীন-৭১ গাড়িটির কথা মনে আছে কি? সেই যে গাড়িটি জ্বালানীর স্বাধীনতা দেওয়ার জন্য তৈরি হয়েছে? সিঙ্গাপুরে শেল ইকো ম্যারাথন-২০১৭তে বেশ ভালো করার পর এই বছর সেরা ৫০ দল হিসেবে গাড়িটি নিয়ে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের তরুণ প্রকৌশলীদের দল টিম রেড এক্স গিয়েছে ফ্রান্সে।

২৮ মে ভোর, সকালে ৬টা ৩০। সবাই যখন ঘুম থেকে উঠেও নেই, টিম রেড এক্স ঢাকা থেকে রওনা হয়ে গিয়েছে ফ্রান্সের পথে। সেখানেই হচ্ছে ২০১৮ সালের শেল ইকো ম্যারাথন। এদিকে স্বাধীন-৭১ তো আর প্লেনে উঠতে পারবে না। তাই সে এক মাস আগেই জাহাজে করে রওনা হয়েছে ফ্রান্সের লা হাভ্রে বন্দরে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছে টিম রেড এক্সকে প্রথমেই বুঝে নিতে হয়েছে স্বাধীন-৭১কে। প্রায় এক মাস ধরে জাহাজে করে গাড়িটি পৌঁছেছে ফ্রান্স। কে জানে ভেতরে সব আগের মতো আছে কি না! একদিন গেল যাত্রায় আরেকদিন গাড়ি বুঝে নিতে।

গতকাল অবশেষে শুরু হয়েছে শেল ইকো ম্যারাথন-২০১৮’র মূল পর্ব। শুরুতেই প্রতিযোগিতায় আসা সব প্রতিযোগী দলকে যেতে হয়েছে একটি টেকনিক্যাল ইন্সপেকশনে। এই পর্যায়ে শেলের অভিজ্ঞ প্রকৌশলীরা প্রতিযোগীদের গাড়িগুলোর কারিগরি খুঁটিনাটি বিষয় পরীক্ষা করে দেখে। এরপর শুরু হয় টেস্ট রান। আয়োজকদের তৈরি করা পথে গাড়ি চালাতে হয়। তখন গাড়ির দক্ষতা, সময়, জ্বালানী ব্যবহার এগুলো বোঝা যায় আরও ভালোভাবে।

বাংলাদেশ তো বাংলাদেশ সারা এশিয়া থেকে টিম রেড এক্সই একমাত্র দল যারা শেল ইকো ম্যারাথনের নির্বাচিত ৫০ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তার চেয়ে আনন্দের খবর হচ্ছে টেকনিক্যাল ইন্সপেকশন শেষে বিচারকরা বাংলাদেশের টিম রেড এক্সকে দ্বিতীয় স্থান দিয়েছে।

বিজ্ঞাপন

এখন প্রতিযোগিতার বাকি অংশ শেষ হলেই জানা যাবে, স্বাধীন-৭১-এর ফ্রান্স জয় হবে কি হবে না।

স্বাধীন-৭১ ছাড়াও অনেক মজার মজার গাড়ি এসেছে প্রতিযোগিতায় অংশ নিতে। যেহেতু কম জ্বালানীতে দূর পর পাড়ি দেওয়ার প্রতিযোগিতা তাই প্রতিযোগী দলরা নানান কলাকৌশল ব্যবহার করেছে তাদের গাড়িকে হালকা এবং দ্রুত করতে। সে সব গাড়িগুলোর ছবিই রইলো সারাবাংলার পাঠকদের জন্য।

বেশ কয়েকটি গাড়ি এসেছে একদম বাইচের নৌকার প্রযুক্তি নিয়ে। সরু, লম্বা আকৃতির। যেন অল্প শক্তি ক্ষয় করেই সাঁই সাঁই করে সামনে এগিয়ে যেতে পারে। একটাকে তো চালাতেও হয় শুয়ে শুয়ে।

জোরে চলতে চলতে গাড়িতে যদি আগুন ধরে যায়, সেই ভয়ে গাড়ির ভিতরেই অগ্নি নির্বাপণ যন্ত্র রাখা আছে। খেলা শুধু গতির নয়, এতে অগ্নি পরীক্ষাও আছে।

এই গাড়িটিকে দেখলে মনে হয় যেন ছোট্ট একটা কচ্ছপ। প্রতিযোগিতায় কচ্ছপ খুবই বিপদজনক প্রতিদ্বন্দ্বী।

এই হচ্ছে আমাদের গাড়ি স্বাধীন-৭১। সবাই মিলে স্বাধীন-৭১কে তৈরি করছে রেসে পাঠানোর জন্য।

ইনি আমাদের স্বাধীন-৭১ এর মাইকেল শুমাখার, নাহিয়ান মুহাম্মদ নাফিস।

কড়া টেকনিক্যাল ইন্সপেকশন করছেন শেল-এর বিচারকরা।

স্বাধীন-৭১’এর মান যাচাই বাছাইয়ের পরে নিজেদের মধ্যে আলোচনা দুজন বিচারকের।

এরা হচ্ছে সেইসব প্রতিষ্ঠান যারা পৃষ্ঠপোষকতা করেছে স্বাধীন-৭১ এর পেছনে।
গ্লোব্যাট, মনামী গ্রুপ, নভো কার্গো সার্ভিস, বিকল্প কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অ্যাজাইলিটি লজিস্টিকস লিমিটেড, অ্যারিডড টেক সার্ভ লিমিটেড। আর এই যাত্রার মিডিয়া স্পন্সর সময় টেলিভিশন ও সারাবাংলা ডট নেট।

সবার পক্ষ থেকে টিম রেড এক্স এর জন্য রইলো অনেক শুভ কামনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর