বজ্র ঝড় আর ফাটা গরমের দিনে
১ জুন ২০১৮ ১৩:১৬
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
বিহার ও তার আশেপাশে একটা পশ্চিমা লঘুচাপ তৈরি হয়েছে। তার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর এসে পড়েছে। তার প্রভাবেই আমাদের উপর এসব ঝড় বৃষ্টি এসে পড়েছে। অথচ আজকে জ্যৈষ্ঠের ১৮ তারিখ, আমাদের গরমে ঘামতে ঘামতে আম কাঁঁঠাল খাওয়ার কথা!
আজকে যদিও গরম পেল্লাই। তবে গত কদিনের বৃষ্টিতে আবার তাপমাত্রা কমে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তবে আকাশে মেঘের আনাগোনা খুব বেশি। এর প্রভাবে দুপুর তিনটা নাগাদ ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এদিকে আকাশে মেঘ থাকায় ঘামও হবে খুব।
গতকাল ঝড় বৃষ্টিতে শহর পুরো ভেসে গিয়েছে। আজকে দিনের বেলা বৃষ্টি হতে পারে ১৬ মিলিমিটার। রাতে হতে পারে ৬ মিলিমিটার।
এরকম ঝড় বৃষ্টির দিনটি কাটুক নিরাপদে।
সারাবাংলা/এমএ/টিএম
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook