ঝড়-বাদলে আর্দ্র দিন
৪ জুন ২০১৮ ১০:৫৫
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
জ্যৈষ্ঠ মাস হওয়া ঝড় বৃষ্টিতেও গরম কমছে না। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। অথচ গতকালই কী ঝড়টা হলো!
আজ সকাল বিকাল দুইবেলা ঝড়ের পূর্বাভাস আছে। আকাশও মেঘের দখলে। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশেরও বেশি। পরিবেশ একম ভ্যাপসা হয়ে গরম পুরা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি অনুভূত হচ্ছে।
ঝড় আরও দুদিন থাকবে কারণ বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা এগিয়ে এখন ঢাকার দিকেই এসেছে। তবে ঝড় বেশ হলেও বৃষ্টি খুব বেশি হবে বলে মনে হচ্ছে না।
এরকম একটা দিনে পথ চলাচল সাবধানে করতে হবে। উপরে বজ্রের ভয় আছে। নিচে কাদা আর গর্তের ভয়। গরম আর বৃষ্টি তো আছেই।
নিরাপদে কাটুক দিনটি।
সারাবাংলা/এমএ/টিএম