রোদ পোহানোর দিনে
৭ জুন ২০১৮ ১০:৫৭
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
সূর্য ইদানীং সাড়ে তের ঘণ্টা আকাশে থাকে। গরম বলে গরম! সূর্য তার সম্পূর্ণ শক্তি ঢেলে ভাজা ভাজা করে দিচ্ছে দুনিয়া। একদিক থেকে ঠিক, ঋতুটাও তো গরমের। ফলেরও পাকার সুযোগ চাই।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে ঝড় বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে। আকাশেও কালো কালো কিউমুলোনিম্বাস মেঘ আছে। মেঘ ভেঙে বৃষ্টি হলে হয়েও যেতে পারে। তবে বৃষ্টি না হলে আজকে গরমে প্রাণ অতিষ্ঠ হয়ে যাবে। কারণ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো উঠে যাবে। শরীরে অনুভূত হবে ৪১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাতাসের আর্দ্রতা আছে ৯৩ শতাংশ। ঘাম হবে প্রচণ্ড।
রোদ একদিক দিয়ে ভালো। রোদ গায়ে লাগলে ভিটামিন ডি তৈরি হবে। নাহলে রোজ রোজ বৃষ্টিতে আমরা কবে ড্রাকুলা হয়ে যাই তার কোনো ঠিক আছে?
নিরাপদে কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ