ঝড় বাদলায় ছুটির দিন
১৩ জুন ২০১৮ ১১:৪২
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
জ্যৈষ্ঠের আজ ৩০ তারিখ। তার মানে হচ্ছে ঝড় বৃষ্টির দিনে আনুষ্ঠানিক স্বাগতম দেওয়ার সময় এসে পড়েছে। এ বছর গরমকালেই যেমন ঝড় বাদলা হলো। নিজ ঋতুতে ঝড়-বাদল কী করে এখন সেটাই ভাবনার বিষয়।
এদিকে বঙ্গোপসাগরের মৌসুমি বায়ু একই রকম সক্রিয় থেকে মেঘ তৈরি করেই যাচ্ছে। সেই মেঘের চালান সব উপরের দিকে আসছে। আর আমাদের আকাশ ৯০ শতাংশের বেশি মেঘের দখলে। বাতাসের আর্দ্রতাও ৯০ শাতাংশের উপরে। সূর্য যদিও সুযোগ পেলেই খুব গরম দেখিয়ে যাবে আর তার প্রভাবে তাপমাত্রা হবে সর্বোচ্চ সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।
ঈদে যারা বাড়ি যাচ্ছেন তারা ঝড় বৃষ্টি থেকে তো সাবধানেই থাকবেন, আজ দুপুরেও একটা ঝড় আসবে। নৌ পথেও যারা যাচ্ছেন জেনে রাখতে পারেন নৌ বন্দ্রগুলোতে ২ নং হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গভীর সমুদ্রে থেকে মাছ ধরার ট্রলার নৌকাদের জন্য আছে ৩নং সতর্কতা সংকেত। বিপদজনক কিছু এখনও ঘটেনি। তবে মৌসুমি বায়ু আর লঘু চাপের প্রভাবে যখন তখন ঝড় হয়ে যেতে পারে।
নিরাপদে কাটুক আপনাদের দিনটি।
সারাবাংলা/এমএ