আষাঢ়ের বর্ষা রে
১৯ জুন ২০১৮ ১০:৪১
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।
আষাঢ় মাসের আজ ৫ তারিখ। গতকাল খুব গরমের পর আজ সকালে সবার ঘুমই ভেঙ্গেছে ঝমঝম বৃষ্টি আর ধুপ ধাপ বজ্রের ঐক্যতানে। আকাশ ভরা কালো কালো মেঘ। ভাবছি আবার বুঝি নামলো, যদি আবহাওয়া অধিদফতর বলছে এত খুশি না হতে, যে কোনো মেঘ সরে রোদ উঠতে পারে।
বৃষ্টি হওয়ায় হয়তো ভাবছেন গরম কিছুটা কমেছে। ইশ, তাই কি হয় নাকি? কতদিন পরে গরম তার রাজত্ব পেয়েছে। এত সহজেই ছাড়ছে বুঝি? আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি যদি না কমে তাহলে হয়তো তাপ কমতে পারে।
আকাশে মেঘ ৯০ শতাংশ বাতাসের আর্দ্রতাও ৯৫ শতাংশের উপরে। বাতাস যদি গায়ে লাগে তো ভালো। যদি না লাগে এই পরিবেশে খুব ঘাম হবে আর ভীষণ অস্থির লাগবে। এই অস্থিরতা থেকে বাঁঁচতে অনেক অনেক পানি খেতে হবে।
শুভ কাটুক সপ্তাহের মাঝের দিনটি।
সারাবাংলা/এমএ/টিএম