Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘে ঢাকা একটি দিন


২৪ জুন ২০১৮ ১০:৫২

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর ।।

মেঘে মেঘে আষাঢ়ের ১০ তারিখ হয়ে গেলো। আজও মেঘেরই সাম্রাজ্য। সারাদিন প্রায় ৯৮ শতাংশ মেঘ থাকবে।

মেঘে আকাশ ঢাকা থাকলেও বাতাসের আর্দ্রতা আজ বেশ কম, ৬০ শতাংশের কাছে। আজ সারাদিনের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি থাকবে। তবে মেঘের কারণে একটা গুমোট পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও গায়ে রোদ সরাসরি না লাগায় দিনটি আরামেই কাটবে।

বেলা বাড়লে একটা বজ্রঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। সেটা দুপুর নাগাদ না আসলেও সন্ধ্যার মধ্যে ঠিকই চলে আসবে। তাই অফিস ফেরত মানুষেরা বাড়ি ফেরার সময় সাবধান।
নিরাপদে কাটুক আজকের দিনটি।

সারাবাংলা/এমএ/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর