Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎উইপোকার ঢিবির মতো হাজার বছরের পুরোনো গ্রাম ‘ক্যান্ডভ্যান’

‎‎নাজনীন লাকী
২২ এপ্রিল ২০২৫ ১৭:৪৬ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১৭:৪৯

‎হাজার বছরের পুরোনো বাড়ি দেখতে চান? যে বাড়িগুলো দেখতে আবার অনেকটা উইপোকার ঢিবির মতো। এই পৃথিবীতে এমন সব বিচিত্র সব বিষয় রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। আজ জানবো এমন এক বিচিত্র বিষয়ে, যা পৃথিবীতে বিরল প্রাকৃতিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন।

‎অবস্থান _

‎যে হাজার বছরের পুরোনো বাড়ির বিষয়ে বলা হচ্ছে তার অবস্থান, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে। হাজার বছর আগে এখানেই গড়ে উঠেছিল ক্যান্ডভ্যান নামের এক প্রাচীন গ্রাম।

‎গ্রামটির বৈশিষ্ট্য _

‎সবচেয়ে অবাক করা বিষয় হলো এ গ্রামটির গঠন শৈলী। এ গ্রামটিতে মাটি, কাঠ, টিন বা ইটের তৈরী কোনো বাড়ি নেই, এখানে একেকটা বাড়ি একেকটা গুহা।

‎সেইসঙ্গে এ গ্রামের বিশেষত্ব হলো, হাজার বছর আগে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছিল এ গ্রামটি- যা মূলত তার পাথরের ঘরগুলির জন্যই বিখ্যাত। কারণ এটি দেখতে অনেকটা উইপোকার ঢিবির মতো। তাই এইখানে বসবাসকারীরা এগুলোকে বলেন ‘কারান’, যার অর্থ ‘মৌচাক’। কারণ এগুলোকে একসঙ্গে দেখলে বৃহদাকৃতির মৌচাক বলেই মনে হয়।

‎গুহা’র মতো দেখতে হলেও রয়েছে আধুনিক সব সুবিধা _

‎দেখতে যেমনি হোক না কেন এসব গুহার ভেতর স্বাভাবিক জীবনযাপনের প্রায় সব উপকরণই রয়েছে। গুহা হলেও এ গ্রামের প্রতিটি গুহাতেই জানালা, দরজা, সিঁড়ি- সবই রয়েছে।

এ গ্রামে মাত্র ৬০০ মানুষ বসবাস করে। কালক্রমে গুহাগুলোকে একাধিকবার সংস্কার করেছেন এখানকার স্থানীয়রা। জলবায়ু ও প্রকৃতির প্রতি বিশেষ বিবেচনায় রেখে দারুন সংস্কার করেছেন তারা। গুহার দেয়ালগুলো ৬ ফুটের বেশি পুরু। এর ফলে গরমের সময় ঘরের তাপমাত্রা ঠাণ্ডা থাকে, আবার শীতের সময় ঘর থাকে গরম।

বিজ্ঞাপন

‎তাই গুহা হলেও এর ভেতর স্বাভাবিক জীবনযাপনের প্রায় সব উপকরণই আছে। এমনকি রয়েছে বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা।

‎হাজার বছর আগে গড়ে উঠের ইতিহাস _

বিচিত্রময় এ গ্রামটি গড়ে ওঠার পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস রয়েছে। আজ থেকে ১১ হাজার বছর আগে আজারবাইজান প্রদেশে মাউন্ট সাহান্দ আগ্নেয়গিরি জেগে উঠেছিল। তারপর থেকে স্থানে স্থানে ফাটল ও গর্ত তৈরি হয়।

‎তবে এরপরের ১০,৩০০ বছরেও এখানে কেউ থাকতে আসেননি। ইতিহাস বলছে, আজ থেকে ৭০০ বছর আগে এখানে আক্রমণ চালায় মঙ্গোলিয় যোদ্ধাবাহিনী। এই যাযাবর যোদ্ধাদের সঙ্গে পেরে ওঠা ছিলো খুব কঠিন। তাই স্থানীয় অধিবাসীরা ঘর-বাড়ি ছেড়ে চলে যান গুহায়। সেখানকার ফাটলগুলোকে নিজস্ব পরিশ্রমে তারা প্রকোষ্ঠের রূপ দেন। মরু অঞ্চলের চরমভাবাপন্ন আবহাওয়ার সাথে সমন্বয়ের জন্য দেয়াল বানান পুরু করে। গুহার নির্মাণ কৌশলের কারণে সব ঋতুতেই বিরাজ করে নাতিশীতোষ্ণ চমৎকার আবহাওয়া।

‎এ গ্রামটি ইরানের শুধুমাত্র একটি আকর্ষণীয় পর্যটন স্থানই নয় বরং মানুষ এবং প্রকৃতির এক অশ্চর্য স্থাপত্যের এক অনন্য উদাহরণ।

দেখুন ভিডিও _

‎সারাবাংলা/এনএল/এএসজি

‎উইপোকার ঢিবির মতো হাজার বছরের পুরোনো গ্রাম ‘ক্যান্ডভ্যান’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর