ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোড়া’ ১১ জুলাই
২ জুলাই ২০১৮ ২১:১১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
সিলেট ব্যুরো: হজরত শাহজালাল (র.) এর দরগাহে ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোড়া’ আগামী ১১ জুলাই অনুষ্ঠিত হবে। প্রায় ৭শ’ বছর ধরে বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে লাকড়ি সংগ্রহের এই প্রথা চলে আসছে।
সোমবার (২ জুলাই) দরগাহ কমিটি জানায়, দরগাহ থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাক্কাতুরা ও মালনিছড়া চা-বাগানের মাঝের এলাকায় টিলার জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করা হবে।
তিনি বলেন, ওইদিন সকাল থেকে হজরত শাহজালাল (র.) আশেকানরা দরগাহ শরীফে সমবেত হয়ে জোহরের নামাজ পড়বে। তারপর মিছিল নিয়ে লাকড়ি সংগ্রহে যাবেন। মিলাদ ও দোয়া মাহফিলের পর লাকড়ি নিয়ে ফের দরগাহ শরীফে ফিরে আসবেন তারা।
দরগাহ’র মোতাওয়ালি ফতেহ উল্লাহ আল আমান আগামী বুধবার লাকড়ি তোড়া উৎসবে শান্তিপূর্ণভাবে ও আদবের সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আশেকানদের।
সারাবাংলা/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook