Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডের মন্দিরে হুলস্থূল কাণ্ড ঘটালেন এক বাংলাদেশি!


১৩ আগস্ট ২০২০ ০১:৩৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ ০৪:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডের এক বৌদ্ধ মন্দিরে মধ্যপান করে বিবস্ত্র হয়ে হুলস্থূল কাণ্ড ঘটিয়েছেন এক নারী। বিয়ারের ক্যান হাতে নিয়ে মন্দিরে উঠে তিনি পথচারীদের উদ্দেশ্যে হাত নাড়াতে থাকেন এবং একই সঙ্গে গালাগালও করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে আটক করে স্থানীয় মানসিক হাসপাতালে ভর্তি করেছে।

ওই নারীর নাম ফারাহ হক বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ডের উত্তরের এক মন্দিরে এ কাণ্ড ঘটান ফারাহ। তিনি বাংলাদেশি বলেও খবর প্রকাশ করেছে ডেইলি মেইল।

খবরে জানা যায়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগে ফারাহ হককে থামাতে চেষ্টা করেন পথচারী ও মন্দিরে উপস্থিত থাকা কিছু লোক। তবে মাতাল অবস্থায় চিৎকার ও গালাগাল করতে থাকা ফারাহকে পুলিশ আসার আগে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ জানিয়েছে, ফারাহ একজন পর্যটক হিসেবে থাইল্যান্ড প্রবেশ করলেও কয়েক মাস পর তিনি সেখানে শিক্ষকতা শুরু করেন।

পুলিশ অফিসার লেফটেন্যান্ট কর্নেল সমকিট বলেন, আমরা তাকে প্রথমে সুস্থ করে তুলতে চাই। পরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন হবে কি না খতিয়ে দেখা হবে। এরই মধ্যে তার দেশের দূতাবাসের সঙ্গেও আমরা যোগাযোগ করব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর