জলকেলির উচ্ছ্বাসে বর্ষবরণের উৎসব | ছবি
১১ এপ্রিল ২০২২ ২১:২০ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ১০:১৮
বিজু-সাংক্রাই-বৈসুক-বিষু-বিহু-সাংক্রান— পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বর্ষবরণের বর্ণিল সব উৎসব। আর এই উৎসবেরই অন্যতম অনুষঙ্গ জলকেলি। পুরনো বছরের সব গ্লানি, দুঃখ ও অপশক্তিকে দূর করে ধুয়ে-মুছে নতুন বছরকে স্বাগত জানাতেই এই জলকেলি উৎসবে মেতে ওঠেন নৃগোষ্ঠীর সদস্যরা, বিশেষ করে রাখাইন তরুণ-তরুণীরা। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দুই বছর এই উৎসবের আয়োজন অনেকটাই ছিল স্থগিত। এবার ফের এই উৎসবে মেতেছেন নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা।
বিজু-সাংক্রাই-বৈসুক-বিষু-বিহু-সাংক্রান উৎসবকে কেন্দ্র করে রাখাইন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রামের নব পণ্ডিত বিহারে তেমনই হয়ে গেল জলকেলি উৎসব। তরুণ-তরুণী তো বটেই, শিশুরাও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেয় এই উৎসবে। জলকে পবিত্রতার প্রতীক মেনে তারা পরস্পরের প্রতি জল ছিটিয়ে নিজেদের শুদ্ধ করে নেওয়ার প্রয়াসে মেতে ওঠেন।
চট্টগ্রামের নব পণ্ডিত বিহার থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
- গৌতম বুদ্ধের প্রতিকৃতিতে জল ঢালার মাধ্যমে শুরু হয় বুদ্ধস্নান
- জলকেলি শুরু হওয়ার আগে তরুণীরা পরিবেশন করেন নাচ-গান
- নিমেষেই উৎসবের আবহ ছড়িয়ে পড়ে মন্দিরজুড়ে
- উৎসবটি তরুণ-তরুণীদের ঘিরে হলেও মন্দিরে উপস্থিত ছিলেন সব বয়সী মানুষ
- পুরোনো বছরের পাপ ও কালিমা মোচনের উদ্দেশ্যে জলকেলি উৎসবে তরুণ-তরুণীরা পরস্পরকে লক্ষ্য করে জল ছিটিয়ে দেন
- ড্রাম থেকে পানি নিয়ে তরুণদের উদ্দেশ্যে ছুড়ছেন তরুণীরা
- জলকেলি উৎসবে মেতে উঠেছেন তরুণীরা
- শিশুরাও সঙ্গী হয়েছে এই উৎসব আয়োজনে