রোজার মাস শেষের দিকে, ইদ সমাগত। স্বজনদের সঙ্গে ইদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানুষ ছুটছে গ্রামে। প্রায় সপ্তাহখানেক ধরে এক রকম যুদ্ধাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশের পরিবহন খাত। দেশের দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানী ছাড়ছেন নৌ পথে।
রাজধানীর সরদঘাট এবং পোস্তগোলা ব্রিজ থেকে নৌ পথে ইদযাত্রার ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।