Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের সাফল্য নির্ভর করে আমলাদের ওপর’

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ১৩:৩৫

ড. শামসুল আলম, ছবি: সারাবাংলা

ঢাকা: আমলাদের কর্মতৎপরতার ওপর সরকারের সাফল্যে নির্ভর করে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তবে তাদের পরিচালিত করে রাজনৈতিক শক্তি। রাজনৈতিক শক্তি যেমন চান আমলারা সেভাবে কাজ করেন বলেও উল্লেখ করেন তিনি।

২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে আয়োজন করে পরিকল্পনা বিভাগ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ড. শামসুল আলম বলেন, ‘সরকারের সাফল্যে নির্ভর করে আমলাদের কর্মতৎপরতার ওপর। কেননা সরকারের ভিতরের স্টিল ফ্রেম হচ্ছে আমালাতন্ত্র। দেওয়ালের ভিতরে যেমন লোহার ফ্রেম থাকে তেমনি সরকারের ভিতরের লোহার কাঠামো হচ্ছে আমলারা। তবে তাদের পরিচালিত করে রাজনৈতিক শক্তি। রাজনৈতিক শক্তি যেমন চান সেভাবে তারা কাজ করে। ঘোরার শওয়ারের মতো রাজনীতিবিদরা আমলাদের পরিচালিত করে।’

তিনি আরও বলেন, ‘এসিআর পদ্ধতিতে অনেক সমস্যা আছে। যেমন সবাই এক্সসেপশনাল পায়। এটা কিভাবে হয়। এক্সসেপশনালতো একজনই হয়। জাজমেন্টে সমস্যা ছিল। এখন এপিএ পদ্ধতি অনেক ভাল। ফাইল ধরে রাখার একটা নিয়ম আছে। কিন্তু সেটা মানা হয় কিনা সেটি বড় কথা।’

শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন— জাতীয় বেতল স্কেল ২ থেকে ১০ পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে শিল্প ও শক্তিশালী বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব নজিবুর রহমান। গ্রেড ১০-১৬ এর কর্মকর্তাদের মধ্যে পরিকল্পনা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল ইসলাম এবং ১৭-২০ গ্রেডের কর্মকর্তাদের মধ্যে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) অফিস সহকারী বেগম জুয়েলা শেখ। অফিস প্রধান হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআ্ইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘এপিএর মাধ্যরম নিজেকে নিজেই মূল্যায়ন করা যায়। যেসব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন, সহকর্মীদের সঙ্গে ভাল আচরণ করেছেন। কর্মতৎপরতা ভাল ছিল। এই পুরস্কারের মাধ্যমে তাদের মূল্যায়ন করা হয়েছে।’

সারাবাংলা/জেজে/এনএস

পরিকল্পনা কমিশন. ড. শামসুল আলম প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর