Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ব্রিটিশ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২২ ২০:০৩

ঢাকা: রাজধানীতে ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশের কারণে চলাচল, যোগাযোগ ও যানবাহনের গতিবিধি বিঘ্নিত হওয়াসহ রাজনৈতিক সহিংসতা হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য দূতাবাস। এ কারণে দেশটির নাগরিকদের জন্য পরামর্শ হিসেবে ঢাকায় চলাচলের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ব্রিটিশ দূতাবাসের ওয়েবসাইটের ট্রাভেল এডভাইজরিতে এই সতর্কতা জারি করা হয়েছে।

ওই সতর্কতা বার্তায় বলা হয়, আগামী ১০ ডিসেম্বর রাজনৈতিক সমাবেশের কারণে যোগাযোগ ব্যবস্থা ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। দিনটিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও বাড়তে পারে।

এমন অবস্থায় বাংলাদেশে থাকা ব্রিটিশ নাগরিকদের সকল ধরনের বড় জনসমাগমসহ রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ জানানো হয় ব্রিটিশ দূতাবাসের ভ্রমণ পরামর্শবিষয়ক ওয়েবসাইটে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় নিজেদের দলীয় কার্যালয় নয়াপল্টনের সামনেই সমাবেশ করতে চায় বিএনপি। তবে জনগণের চলাচল বিঘ্নিত হতে পারে যুক্তিতে ১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। বিএনপির পক্ষ থেকে আরামবাগের মাঠে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশের অনুমতি দিতে অনড়। কোনোভাবেই রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না পুলিশ।

সারাবাংলা/এসবি/এনএস

ব্রিটিশ নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর