Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়দিনের আয়োজন | ছবি


২৫ ডিসেম্বর ২০২৩ ০৮:০০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১২:০৭

যিশুর জন্মস্থান বেথেলহেমের সেই গোয়ালঘরের প্রতীকী রূপটিও নতুন করে সাজানো হয়েছে

শুভ বড়দিন তথা যিশুর জন্মদিন। অথচ সেই যিশুর জন্মস্থান, ফিলিস্তিনের বেথেলহেম যেন এক নিষ্প্রাণ মরুভূমি। যিশুর জন্ম স্মরণে যে ডিসেম্বর মাসজুড়ে বেথেলহাম থাকে তীর্থযাত্রীদের পদচারণায় মুখরিত, যুদ্ধের ধাক্কায় সেই বেথেলহামে সুনসান নিরবতা। তবু বড়দিন এসেছে। সেই বড়দিনে উৎসবে মেতে উঠতেও সবাই প্রস্তুতি নিয়েছে যার যার মতো।

বাংলাদেশেও বড়দিন সামনে রেখে চার্চগুলো সেজে উঠেছে বর্ণিল রঙে। রোববার চার্চগুলো পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠে উৎসবের জন্য। রোববার সন্ধ্যার পর থেকেই আলো-ঝলমল রঙে শুরু হয় বড়দিনের আয়োজন। রাজধানী ঢাকার তেজগাঁও চার্চ ও কাকরাইল চার্চ থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

টপ নিউজ বড়দিন যিশুর জন্মদিন