Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদ রাতে মেহেদি হাতে | ছবি


১০ এপ্রিল ২০২৪ ২০:৩১ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ০২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা মেহেদি-গ্লিটারসহ এক্সক্লুসিভ নকশার মেহেদি পরতে চান, তাদের জন্য সর্বোচ্চ ছয় হাজার টাকার প্যাকেজও রয়েছে।

রাত পোহালেই ঈদুল ফিতর। ঈদের আনন্দ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। আর কিশোরী, তরুণী থেকে শুরু করে সব বয়সী মেয়েদের কাছেই ঈদের এক অপরিহার্য অনুষঙ্গ মেহেদি। বৈচিত্র্যময় সব নকশায় দুই হাতে মেহেদি না পরলে যেন ঈদের আনন্দই জমে ওঠে না। ঈদের আগের দিন, বিশেষ করে চাঁদ রাতে তাই যেন মেহেদি পরার ধুম পড়ে যায় ঘরে ঘরে। যারা সুন্দর নকশায় মেহেদি পরাতে পারে, তাদের বাড়তি কদর দেখা যায় এই সময়। নকশাকারকে ঘিরে গোল হয়ে সিরিয়ালে বসে থাকে মেয়েরা, একে একে সবার হাত ভরে ওঠে মেহেদির রঙে। বাসার ছোট্ট শিশুটির হাতও রঙিন হয়ে ওঠে মেহেদির রঙে।

মেহেদি নিয়ে সবার আগ্রহের কারণেই এখন বাসাবাড়ি থেকে মেহেদি পরানোর কাজটি পেশাদারিত্বের সঙ্গেও হয়ে থাকে। বিভিন্ন পার্লার, শপিং মল ও মার্কেটে দক্ষ নকশাকারদের হাতে একে একে রঙিন হয়ে ওঠে সবার হাত। চট্টগ্রামের আফমী প্লাজা ও মিমি সুপার মার্কেট থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী

বিজ্ঞাপন

ঈদুল ফিতর চাঁদ রাত টপ নিউজ মেহেদি মেহেদি উৎসব