যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি | ছবি
১ মে ২০২৪ ২১:১৫ | আপডেট: ১ মে ২০২৪ ২২:৩৮
যাদের শ্রমে, যাদের ঘামে এই সভ্যতা গড়ে উঠেছে, সেই শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন আজ। বাংলাদেশেও প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা এই দিনটি মে দিবস হিসেবে পালন করে থাকেন। তবে শ্রমের মূল্য নিয়ে এখনো সব ধরনের শ্রমিকদের মধ্যেই রয়েছে অসন্তোষ। রয়েছে নারী-পুরুষ মজুরি বৈষম্যও। সবকিছু উপেক্ষা করেও শ্রম না দেওয়ার সুযোগ নেই তাদের। এ মৌসুমে তীব্র তাপপ্রবাহের মধ্যেও থেমে থাকেনি তাদের শ্রম।
সদরঘাটে কার্গো স্টিমারে আসা কয়লা খালাসে নিয়োজিত শ্রমিকদের ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- নৌ যানে এসেছে কয়লা। খালাস করে গন্তব্যে নেওয়া হবে ট্রাকে করে। তাই চলছে নামানোর প্রস্তুতি।
- কয়লা বয়ে চলেছেন শ্রমিকরা।
- কার্গো ট্রলার থেকে চলছে কয়লা খালাসের কাজ।
- নারী-পুরুষ সব শ্রমিকই সমানতালে নিয়োজিত কয়লা খালাসে।
- ঝুড়িতে করে কয়লা টানছেন শ্রমিকরা।
- ট্রলার থেকে নামিয়ে কয়লা তোলা হচ্ছে ট্রাকে।
- প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে কয়লা টানতে টানতে ক্লান্ত হয়ে পড়া শরীরকে একটু স্বস্তি দিতে ভরসা ঠান্ডা পানি।
- কাজের ফাঁকে একটু বিশ্রাম।
- প্রতি ঝুড়ি কয়লা টানলে মেলে একটি টোকেন।
- টোকেন হিসাব করে নির্ধারিত হয় মজুরি। চলছে তার হিসাব।