অর্ধেক তার করিয়াছে নারী | ছবি
১ মে ২০২৪ ২১:১৫ | আপডেট: ১ মে ২০২৪ ২৩:৫৮
অর্থ স্বীকৃতি না থাকা ঘরের কাজে বরাবরই নিয়োজিত থাকতে হয় নারীদের। তবে কেবল ঘরে নয়, এখন সবখানে সব ধরনের কাজেই বেড়েছে নারীশ্রম। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে কায়িক শ্রম-প্রধান কাজগুলোতেও নারীরা সমানে কাজ করে চলেছেন। রাজধানীর আশপাশের এলাকার ইট ভাটাগুলোতেও নারী শ্রমিকরা কাজ করছেন প্রতিদিন। ইট ভাঙা থেকে শুরু করে ইট বহন করার সব কাজেই নিয়োজিত নারী।
ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- ইট ভাঙার কাজ করছেন এক নারী শ্রমিক।
- তৈরি ইট টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
- ইট ভাটার শ্রমিকদের বড় একটি অংশই নারী।
- ইট তৈরি শেষ। চুল্লি থেকে বের করার পর সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে।
- তীব্র রোদ আর তাপের মধ্যেই কাজ করে চলেছেন শ্রমিকরা।
- তীব্র রোদে পানিতে একটু স্বস্তি খোঁজার প্রয়াস।
- অনেক নারী শ্রমিকদের সঙ্গেই ভাটায় সঙ্গী হয় সন্তানরাও।
- মা কাজ করেন ভাটায়, পাশেই থাকে সন্তানও।
- কাজের ফাঁকে সন্তানের সঙ্গে একটু সময়।
- অনেক সময় মায়ের সূত্র ধরে সন্তানও শিশু বয়সেই নিয়োজিত হয় শ্রমে।