গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় বাজারে। এসময় খুব অল্প দিনের জন্য বাজারে আসে তাল শাঁস। বাজারে এখন একটি পূর্ণ তালের দাম রাখা হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকা।
পুষ্টিবিদদের মতে, ডাবের পানি এবং তালশাঁসের গুণাগুণ একই রকমের। গরমে তাই ডাবের পাশাপাশি কদর বাড়ে তালশাঁসের। শহরের বিভিন্ন অলিগলিতে মিলছে নানারকমের তালশাঁস।
রাজধানী ঘুরে তালশাঁস কাটাকুটির ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।