রঙ লাগালেই ‘ফিট’ হয়ে যায় ‘মার খাওয়া’ বাস | ছবি
১৩ জুন ২০২৪ ২২:৫৫ | আপডেট: ১৪ জুন ২০২৪ ১২:১৯
ঈদযাত্রা মানেই সড়কে মানুষের ঢল। ঈদের আগের দুই-তিন দিনে ঢাকা ছাড়েন লাখ লাখ মানুষ। ঈদ শেষ হতে হতে আবার সারা দেশ থেকে মানুষের ফিরতি ঢল নামে ঢাকার পথে। বাড়তি এই যাত্রীর চাপ সামলাতে প্রয়োজন হয় বাড়তি বাস। আর সেই সুযোগেই অসাধু পরিবহণ ব্যবসায়ীরা তাদের পুরনো লক্কড়ঝক্কড় বাসগুলোকে স্রেফ রঙ করেই নামিয়ে দেন রাস্তায়। নতুন রঙে করলেই যেন নানা সমস্যায় জর্জরিত বাসগুলো ‘ফিট’ হয়ে যায়। এবারের ঈদুল আজহা সামনে রেখেই তেমনই চলছে বাসের ‘ফিটনেস ফেরানো’র কাজ।
যাত্রাবাড়ী থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- চলছে বাসের নানা ধরনের মেরামতের কাজ
- টুকিটাকি সমস্যাগুলো মেরামত করে নেওয়া হয় এই সময়ে
- এরপর শুরু হয় রঙের কাজ
- রঙ করা শেষে চেনা মুশকিল এটিই সেই পুরনো বাস কি না!
- কারণ নতুন রঙের ছোঁয়ায় সেই পুরনো বাসই পায় নতুন বাসের চেহারা
- বাসের আসনগুলোও পরিষ্কার করে পলিথিনে মুড়িয়ে নতুনের মতো করে ফেলা হয়
- বাস মেরামত করতে গিয়ে বের হয়ে আসা অংশগুলো ভাঙারি হিসেবে বিক্রি হয়