Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঙ লাগালেই ‘ফিট’ হয়ে যায় ‘মার খাওয়া’ বাস | ছবি


১৩ জুন ২০২৪ ২২:৫৫ | আপডেট: ১৪ জুন ২০২৪ ১২:১৯

কারণ নতুন রঙের ছোঁয়ায় সেই পুরনো বাসই পায় নতুন বাসের চেহারা

ঈদযাত্রা মানেই সড়কে মানুষের ঢল। ঈদের আগের দুই-তিন দিনে ঢাকা ছাড়েন লাখ লাখ মানুষ। ঈদ শেষ হতে হতে আবার সারা দেশ থেকে মানুষের ফিরতি ঢল নামে ঢাকার পথে। বাড়তি এই যাত্রীর চাপ সামলাতে প্রয়োজন হয় বাড়তি বাস। আর সেই সুযোগেই অসাধু পরিবহণ ব্যবসায়ীরা তাদের পুরনো লক্কড়ঝক্কড় বাসগুলোকে স্রেফ রঙ করেই নামিয়ে দেন রাস্তায়। নতুন রঙে করলেই যেন নানা সমস্যায় জর্জরিত বাসগুলো ‘ফিট’ হয়ে যায়। এবারের ঈদুল আজহা সামনে রেখেই তেমনই চলছে বাসের ‘ফিটনেস ফেরানো’র কাজ।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

টপ নিউজ ফিটনেসবিহীন বাস বাসে রঙ লক্কড়ঝক্কড় বাস