উৎসবের নানা রঙ | ছবি
১৭ জুন ২০২৪ ১৯:১০ | আপডেট: ১৮ জুন ২০২৪ ০৩:০৭
ঈদুল আজহা। আত্মত্যাগের মহিমা নিয়ে প্রতি বছর হাজির হয় মুসলিমদের মাঝে। সকালে ঈদুল আজহার নামাজ দিয়ে শুরু। এরপরই সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি। দিনের বড় একটি সময় চলে যায় কোরবানি করা পশুর মাংস কাটাকাটি, বিতরণেই। এরপর ফুসরৎ মিললে একটু ঘোরাঘুরি।
ঈদের সময়টায় রাজধানী ঢাকা বলা চলে একেবারেই ফাঁকা হয়ে যায়। নিত্যদিনের চেনা ঢাকার সঙ্গে তার মিল খুঁজে পাওয়া ভার। এবারের ঈদুল আজহাও তার ব্যতিক্রম নয়। দিনভর রাজধানী ঘুরে ঈদুল আজহার খণ্ডচিত্র ধারণ করেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- সকালে প্রথম ঈদ জামাত ছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, সকাল ৭টায়।
- রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন জাতীয় মসজিদের ঈদ জামাতে।
- নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাতে কামনা করা হয়েছে সব মানুষের মঙ্গল, বিশ্বশান্তি।
- নামাজ শেষে কোলাকুলিতে ফুটে ওঠে সৌহার্দ্য আর সম্প্রীতি।
- সকাল সাড়ে ৭টায় ছিল জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত। ঈদগাহ ছাপিয়ে অবশ্য জামাতে অংশ নেওয়া মুসল্লিদের ভিড় ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও।
- জাতীয় ঈদগাহের সামনেও কোলাকুলির মাধ্যমে পারস্পরিক সম্প্রীতির ছবিই ফুটে ওঠে।
- সময়ের চাহিদা পূরণে সেলফি তুলতেও কার্পণ্য করেননি অনেকে।
- ঈদের নামাজ শেষেই শুরু হয় কোরবানি। নির্ধারিত স্থানে পশু কোরবানির ব্যবস্থা এখনো পুরোপুরি করা যায়নি বলে বরাবরের মতো ঢাকার অলিগলিতেই কোরবানি হয়েছে পশু।
- এরপর মৌসুমি ব্যবসায়ী ও মাদরাসার সংশ্লিষ্টরা চামড়া সংগ্রহ শুরু করেন।
- কাঁচা চামড়াগুলো সংগ্রহ করে আড়তদাররা নিয়ে যান আড়তে। সেখানে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হচ্ছে এসব চামড়া। সেখান থেকে চামড়া চলে যাবে ট্যানারিগুলোতে।
- সব কাজের অবসরেও ঈদের আনন্দে একটু ঘুরতে না বের হলে কী হয়!
- ফাঁকা ঢাকায় রিকশায় চড়েও খুব দ্রুতেই চলে যাওয়া যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়।
- ঢাকার রাস্তায় ঈদের আনন্দ।
- ঈদের এই অবকাশেও অবসর নেই জরুরি সেবায় নিয়োজিত অনেকেরই। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের এই সদস্যটিও তাই ঈদের দিনেও নিয়োজিত কর্তব্যে।
- নিম্ন আয়ের মানুষদের জন্য ফুটপাতের দোকান নিয়ে বসা ছোট ব্যবসায়ীদেরও যেন ছুটি নেই। ঈদের দিনও তাই তাদের বসতে হয়েছে দোকানে।
- এদিকে ঈদের এই আনন্দের মধ্যেও ভিন্ন এক চিত্রেরও দেখা মেলে ঢাকায়। ছবিতে যে রেলগেট দেখা যাচ্ছে, সেখানে বসেছে অস্থায়ী বাজার। আর সেই বাজারে বিক্রি হচ্ছে কোরবানির মাংস!
- হ্যাঁ, দিনভর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কোরবানির মাংস নিয়ে অনেকেই হাজির হন এই বাজারে। যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্যবান নন আবার কোরবানির মাংসও সংগ্রহ করতে পারেন না, তারা এখান থেকে বাজারের তুলনায় কিছুটা কম দামে সংগ্রহ করেন মাংস। এভাবেও কেউ কেউ কোরবানির মাংসের স্বাদ নেওয়ার সাধ পূরণ করেন!
ঈদ আনন্দ ঈদুল আজহা কোরবানি কোরবানির মাংস টপ নিউজ পশু কোরবানি