আনন্দভ্রমণ | ছবি
১৯ জুন ২০২৪ ১০:০৩ | আপডেট: ১৯ জুন ২০২৪ ১৪:১১
নাগরদোলার ঘূর্ণিপাকের এই গতি বিনোদনের অভাবে স্থবির নাগরিক জীবনে কিছুটা হলেও যেন প্রাণশক্তির রসদ জোগায়।
ঈদের ছুটি। ফাঁকা ঢাকা। সেই ফাঁকে একটু সময় দেওয়া পরিবারকে। সবাই মিলে ঘুরতে যাওয়া কোথাও। রাজধানী ঢাকার বাসিন্দাদের জন্য তেমন যাওয়ার জায়গা অনেকটাই সীমিত। শিশুদের কথা তো বলাই বাহুল্য। এর মধ্যে কলেজ গেট-শ্যামলী এলাকায় অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়ান্ডারল্যান্ড শিশুদের জন্য যেন এক টুকরো প্রশান্তি এনে দেয়। নানা ধরনের রাইড আর খোলামেলা একটু জায়গা স্বস্তির পরশ বুলিয়ে দেয়। ঈদুল আজহার দ্বিতীয় দিনে ওয়ান্ডারল্যান্ডে তেমনই দেখা গেল দর্শনার্থীদের ভিড়। মা-বাবার হাত ধরে আসা শিশুরা হুটোপুটিতে বেশকিছু সময় কাটিয়েছে এখানে।
ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- সদ্য হাঁটতে শেখা দুয়েক বছরের শিশুদের জন্যও রাইড রয়েছে ওয়ান্ডারল্যান্ডে।
- নির্ভাবনায় লাফালাফির জন্য রয়েছে জাম্পিং রাইডটি।
- ঘোড়ার এই রাইডটি বাচ্চাদের কাছে খুবই প্রিয়।
- বাস্তবে উড়োজাহাড়ে চড়ার সুযোগ না মিললেও বিনোদনকেন্দ্রগুলোতে এমন রাইডে কিছুটা হলেও পূর্ণ হয় সাধ।
- চারদিকে নড়াচড়া করার এই রাইডগুলো শিশুদের জন্য তুমুল উত্তেজনাকর।
- নাগরদোলার ঘূর্ণিপাকের এই গতি বিনোদনের অভাবে স্থবির নাগরিক জীবনে কিছুটা হলেও যেন প্রাণশক্তির রসদ জোগায়।
- ছুটির দিনে ওয়ান্ডারল্যান্ডে উপচে পড়া ভিড় না থাকলেও দর্শনার্থীদের সমাগম নেহায়েত কম ছিল না।
- সেখানকার এই ড্রাগন পাহাড়টি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। যারাই ওয়ান্ডারল্যান্ডে যান, একবার পাহাড়টিতে চড়েনই।